Header Ads

চলে গেলেন অভিনেতা তথা পূর্ব সাংসদ তাপস পাল


নয়া ঠাহর প্রতিবেদন:
হৃদরোগের  আক্রান্ত প্রয়াত হলেন অভিনেতা তাপস পাল ।মঙ্গলবার ভোরে মুম্বাইয়ের বান্দ্রার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই জনপ্রিয় অভিনেতার। ৯ ফেব্রুয়ারি তিনি  হাসপাতালে ভর্তি হয়েছিলেন ।গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করার পরে গতকাল থেকে তিনি বেশী অসুস্থ হয়ে পড়েন ।এবং ভোর রাতে ৩টে ২৫মিনিটে তাঁর মৃত্যু হয় । তাপস পালের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমেছে বাংলা টলি মহলে। টালিগঞ্জের সেলিব্রেটিরা তাপস পালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ।ছোটবেলা থেকেই অভিনয় প্রতি তার আগ্রহ ছিল, এবংতিনি  একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। "সাহেব "ছবির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার পান । বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও  অভিনয় করেছিলেন তাপস পাল ।মাধুরী দীক্ষিতের বিপরীতে অবোধ ছবিতে  অভিনয় করেন তিনি।এবং এটি ছিল মাধুরী দীক্ষিতের প্রথম ছবি।
অভিনয়ের সাথে  রাজনীতিতে ও আসেন তাপস পাল। ২০০৯ সালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ হন তিনি । তার নাম জড়ায় চিটফাণ্ড কাণ্ডে।রোজভ্যালি কাণ্ডে তাপস কে গ্রেফতার করে সিবিআই। পরে অবশ্য তিনি জামিনে মুক্তি লাভ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.