ধর্মীয় স্থান, দেবালয়গুলোর উন্নয়নের ৭১০ কোটি টাকার চেক দিলেন মুখ্যমন্ত্রী
অমল গুপ্ত : বিভিন্ন ধর্মীয় স্থান, দেবালয় মানুষের সাংস্কৃতিক
চেতনাকে উজ্জীবিত করে, আধ্যাত্মিক
শক্তির ফলে মানবীয় ধ্যান ধারণা মানুষের মধ্যে সঞ্চারিত হয়। আজ খানাপাড়া ময়দানে অসম
দর্শন কর্মসূচি উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল রাজ্যের সত্ৰ, মাজার, বৌদ্ধ মন্দির, গির্জা মন্দির
প্রভৃতি ৯১৫ টি ধর্মস্থান
দেবালয়কে ২ লক্ষ টাকা,
তীর্থস্থানগুলিকে ১০ লক্ষ টাকার চেক বণ্টন করে মুখ্যমন্ত্রী
সর্বানন্দ সনোয়াল ধর্মীয় স্থানের প্রাসঙ্গিকতা বোঝাতে গিয়ে একথা বলেন। মোট ৭১০ কোটি টাকার চেক বন্টন করে অসমের খিলঞ্জিয়া বা
ভূমিপুত্রের জাতি-মাটি-ভেটি রক্ষার আশ্বাস দিয়ে বলেন, এক শক্তি রাজ্যে অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র করছে,
তা প্রতিহত করতে হবে।
ধর্মীয় স্থানগুলোতে চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব
শর্মা এই অনুষ্ঠানে বলেন, তীর্থ স্থানগুলোর
পরিকাঠামো নির্মাণের জন্য ৬১৪ কোটি ৪৫ লক্ষ টাকা দেওয়া হবে। বলেন ১৫ লক্ষ টাকা দেওয়ার পর আগামী ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পত্র দিতে পারলে আরও
টাকা ১৫ লক্ষ টাকা দেবে
সরকার। বলেন, কাম্যাখ্যা, আজান ফকিরের
সমাধি, হাজোর পোয়ামক্কা,
মাজুলির সত্ৰ অসমের
ধর্মীয় পরম্পরা, সাম্প্রদায়িক
সম্প্রীতি বজায় রেখেছে। রাজ্যের কামাখ্যা, ধুবড়ির টেগবাহাদুর, কাছাড়ের কাঁচা
কান্তি, কার্বি আংলঙের
লাওজান গির্জা প্রভৃতি ধর্মস্থানকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই