Header Ads

অসমে 71 লক্ষ বাঙালি হিন্দুদের জন্য স্যাটালাইট কাউন্সিল দাবি করল ফেডারেশন, বিধানসভায় 10 জন বাঙালি প্রাথীর দাবিও



অমল গুপ্ত : অসমে বরাক ব্রহ্মপুত্র উপত্যকা মিলিয়ে 71 লক্ষ মত বাঙালি হিন্দু সম্প্রদায়ের মানুষ স্থায়ীভাবে বসবাস করে, তাদের কোনো রাজনৈতিক অধিকার নেই, সবদিক থেকে বঞ্চিত, এই বৃহত্তম জনগোষ্ঠীর জন্য   স্যাটালাইট কাউন্সিল গঠনের দাবি জানালো সারা অসম বাঙালি যুবছাত্র ফেডারেশন। আসন্ন রাজ্যসভার নির্বাচনে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে একজন বাঙালি প্রার্থীকে দেবার জন্যও সরকারের কাছে দাবি জানিয়েছে। আজ দিসপুর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ফেডারেশনের সভাপতি মহানন্দ দত্ত সরকার, কার্যবাহি সভাপতি উৎপল সরকার, সাধারণ সম্পাদক অজয় ভূষণ সরকার ও সম্রাট ভাওয়াল প্রমুখ এই দাবি জানান। আগামী বিধানসভার নির্বাচনে কম করে 10 জন বাঙালি হিন্দুকে প্রার্থী করার দাবি জানিয়েছে ফেডারেশনের নেতারা। তারা বলেন, কা আইনটি কার্যকর করে ডিটেনশন ক্যাম্পে বন্দি বাঙালি হিন্দুদের অবিলম্বে মুক্তির বাবস্থা করতে হবে। ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করে চেয়ারম্যান আলোক ঘোষের পদত্যাগ দাবি করেছে ফেডারেশন। ফেডারেশনের পক্ষে অজয় ভূষণ সরকার, উৎপল সরকার অভিযোগ করেন,  চেয়ারম্যান কা আইনের বিরোধিতা করে সরকারের স্থিতির বিরুদ্ধে গিয়েছেন, চেয়ারম্যান পদে থাকার অধিকার নেই। আরও অভিযোগ তিনি সরকারের অর্থ ঠিক ব্যবহার করতে পারেননি। আজ দিসপুর প্রেসক্লাবে সারা অসম বাঙালি পরিষদের এক আলোচনা সভা হয় বলে ডাক্তার শান্তনু স্যন্যাল জানান। এই সভায় বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব। সভাপতি বলেন বি টি সি এলাকা, কারবিয়াঙলং, ডিমা হাসাও জেলাতে কা আইনটি কার্যকর হবে না। এই জেলার বাঙালি যারা ডিটেনশন ক্যাম্প আছে, তাদের কি হবে? শিলাদিত্য দেব আশ্বাস দিয়ে বলেছেন, বাঙালি হিন্দুদের ভয়ের কিছু নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.