Header Ads

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পক্ষে মুখ্যমন্ত্রী অসম চুক্তির 6 নম্বর দফার প্রতিবেদন গ্রহণ করবেন, জানালেন হিমন্ত বিশ্ব শর্মা



অমল গুপ্ত : অসম চুক্তির 6 নম্বর দফা সম্পর্কিত প্রাক্তন বিচারপতি বিপ্লব কুমার শর্মার নেতৃত্বাধীন হাই লেভেল কমিটির প্রতিবেদন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন। আজ অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জনতা ভবনে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। তিনি বলেন, আগামী 25 ফেব্রুয়ারি ক্যাবিনেট কমিটির বৈঠকে বেলা 12টায় কমিটির চেয়ারম্যানের কাছ থেকে প্রতিবেদন গ্রহণ করেই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবেন, কোনও বিলম্ব হবে না বলে শর্মা আশ্বাস দেন। বলেন, প্রয়োজন পড়লে স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনার জন্যে পুনরায় বৈঠকে বসতে পারেন। আসুর নেতারা এর  প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, মুখ্যমন্ত্রীর হাতে প্রতিবেদন দেওয়া হলে তারা মানবেন না, স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি প্রতিবেদন গ্রহণ করতে হবে। কারণ কেন্দ্রের নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে। অর্থমন্ত্রী আজ সাংবাদিক সম্মেলনে জানান, 2019-20 অর্থবর্ষের বাজেটে 710 কোটি টাকা বরাদ্দ করে রাজ্যের শত বছরের প্রাচীন 123 টি ধর্মস্থানের,  বন ভোজন স্থল, মন্দির, মাজার, গির্জা, দেবালয়ের উন্নয়নে ব্যায় করা হবে। এর মধ্যে 186টি সত্ৰ, 47 টি মাজার, 26 টি গির্জা, 459 টি মন্দির, 74 টি দেবালযের উন্নয়নে সরকার অর্থ সাহায্য করবে। এছাড়াও 316 টি পিকনিক স্পট আছে। ধর্মীয় স্থানগুলোকে 10 লক্ষ টাকা, এবং দেবলয়গুলোকে 2 লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। রাজ্যের যেসব বিদ্যালয়ের নামের আগে ইসলামিক শব্দ মুক্তাব কথাটি যুক্ত করা হয়েছিল, তা বাদ দেওয়া হবে বলে জানালেন মন্ত্রী শর্মা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.