মহারাষ্ট্রে মুসলিমদের জন্য 5 শতাংশ সংরক্ষণের বিল আনতে চলেছে উদ্বব ঠাকরে সরকার
নয়া ঠাহর ওয়েব ডেস্ক, 28 ফেব্রুয়ারি : শিবসেনার নেতৃত্বে মহারাষ্ট্রের জোট সরকার
মহারাষ্ট্র আগাড়ি সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিমদের জন্য 5 শতাংশ সংরক্ষণ বিল আনতে চলেছে।
মহারাষ্ট্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী নবাব মালিক জানিয়েছেন, মহারাষ্ট্রের চলতি বাজেট অধিবেশনেই এই বিলটি
পেশ করা হবে। বর্তমানে শুধু শিক্ষাক্ষেত্রে 5 শতাংশ সংরক্ষণ আনা হলেও আগামীতে সরকার চাকরির
ক্ষেত্রেও এই ধরণের বিল আনার চিন্তাভাবনা করছে বলে জানান নবাব মালিক।
সূত্রের খবর, এই সংরক্ষণ নিয়ে
আইনি পরামর্শও শুরু করেছে মহারাষ্ট্র সরকার। নবাব মালিকের দাবি, আগের
সরকার সংখ্যালঘু সংরক্ষণের দিকটিতে গুরুত্ব দেয়নি। এমনকি সংরক্ষণ নিয়ে
আদালত রায় দিলেও তা পালন করা হয়নি।
কোন মন্তব্য নেই