Header Ads

অরুণাচল প্রদেশে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 371-র সাংবিধানিক ব্যবস্থা প্রত্যাহার করা হবে না বলে জানালেন



অমল গুপ্ত : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ অরুণাচল প্রদেশের 34তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানী ইটানগরে এক সভায় বলেন, অরুণাচল প্রদেশের বিশেষ ব্যবস্থা 371 ধারা অব্যাহত থাকবে, সাংবিধানিক এই বাবস্থা, তুলে নেবে না। তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চলে এখন সার্বিক উন্নতির গতি চলেছে, পথ অবরোধ নেই, মাদক চালান নেই, মহিলা-শিশু চোরা চালান বন্ধ হয়েছে, যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে, উগ্রবাদ নির্মূল হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত 5 বছরে উত্তর-পূর্বাঞ্চলে শান্তি ফিরে এসেছে। বড়ো শান্তি চুক্তির ফলে 644 জন ক্যাডার অস্ত্র বর্জন করেছে, কেন্দ্র দের হাজার কোটি টাকা দিয়ে সার্বিক উন্নয়নে সহায়তা করছে। অরুণাচল প্রদেশের উন্নয়নের কথা বলে মন্তব্য করেন, এই রাজ্যের জাতীয়তাবাদের তুলনা নেই, মানুষ পরস্পর পরস্পরকে জয় হিন্দ বলে সম্বোধন করেন। আজ উজানের লিলাবাড়ি বিমানবন্দরে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এবং অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সাদর সম্ভাষণ জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.