Header Ads

প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ স্বীকার করলেন, কমিশন ছাড়া কোনো দল চলতে পারে না, কংগ্রেস 3 শতাংশো হারে, বিজেপি 10 শতাংশ হারে কমিশন নেয়


অমল গুপ্ত, গুয়াহাটি : প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ,  খোলামেলা কথা বলেন,  মুখে যা আসে তাই বলে ফেলেন, পতিক্রিয়ার কথা একবারও ভাবেন না। তিনি এক টিভি চ্যানেলের কাছে মন্তব্য করলেন,  দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ বিজেপির নেতারা ঠিকাদারদের কাছ থেকে 10 শতাংশ কমিশন নিয়ে থাকে, কংগ্রেস দল 3 শতাংশ হারে কমিশন নেয়,  আরও মন্তব্য কমিশন ছাড়া দল চলবে কি করে? দল চালাতে তো কমিশন নিতেই হবে। আপনি দুর্নীতিকে প্রশয় দিয়েছেন কিনা? এই প্রশ্নের জবাবে তিন তিন বারের অভিজ্ঞ মুখ্যমন্ত্রী 85 বছরের তরুণ কমিশন নেওয়ার কথা সরাসরি স্বীকার করেন। বলেন, সরকার টিভি চ্যানেল, সংবাদপত্র সব হাতে করে নিয়ে নিয়ন্ত্রণ করছে, বিরোধীদের কণ্ঠস্বর চাপা পড়ে গেছে। বিরোধীরা সরকারের বিরুদ্ধে মুখ খুললে তাদের বিরুদ্ধে ই ডি লাগিয়ে দেবে, নানাভাবে হয়রান করবে। অসম চুক্তির 6 নম্বর দফা সম্পর্কে বলেন,  প্রতিবেদন কোনো দিন প্রকাশ পাবে না, বাজে কাগজে পরিণত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে হিমন্তবিশ্ব শর্মা চলেন। তার অত্মজীবনীতে হিমন্তবিশ্ব শর্মা সম্পর্কে বহু ঘটনা স্থান পাবে বলে দাবি করেন। রাজ্যসভার নির্বাচন সম্পর্কে বলেন,  এ আই ইউ ডি এফ এবং কংগ্রেস সমঝোতা করে এক প্রার্থীকে দেওয়ার সম্ভবনা আছে। তিনি বলেন, রাজনৈতিক দলের নয়, ভালো ভাবমূর্তি থাকা প্রার্থীর খোঁজ চলছে, তিনি অভিনেত্রী বর্ষা রানী বিষয়া, জানহু বরুয়া, সাংবাদিক অজিত ভুঁইয়া, অরূপ বরবরা, এমন কি অখিল গগৈয়ের নামও উল্লেখ করেন। বলেন, রাজ্য সভাতে অসমের স্বার্থে কথা বলতে পারবে, অনুপস্থিত থাকবে না, এমন প্রার্থী দরকার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.