রাজ্যসভার শূন্য তিনটি আসনে নির্বাচন 26 মার্চ, বিধানসভায় বাজেট পেশ 6 মার্চ, সময় সূচি পরিবর্তন
অমস গুপ্ত, গুয়াহাটি : বিধানসভার বাজেট অধিবেশন চলার সময় রাজ্যসভার
তিনটি শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ 17 টি রাজ্যের 57 টি রাজ্যসভার
আসনের নির্বাচনে বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গে 5 টি, অসমে 3 টি আসন খালি হচ্ছে, বি পি এফ-এর বিশ্বজিৎ দৈমারী, কংগ্রেসের সঞ্জয় সিং এবং বিজেপি দলে যোগ দেওয়া
কংগ্রেসের ভুবনেশ্বর কলিতার আসন তিনটি খালি হবে, আগামী 9 এপ্রিল সময়সীমা শেষ হবে, তার আগে 26 মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। 6 মার্চ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে, সেই দিন থেকে মনোয়নপত্র গ্রহণ করা হবে বলে
বিধানসভার প্রধান সচিব মৃগেন্দ্র কুমার ডেকা আজ জানান, 13 মার্চ মনোয়নপত্র গ্রহণের শেষ দিন, 16 মার্চ মনোয়নপত্রগুলি পরীক্ষা করা হবে। প্রত্যাহারের শেষ দিন 18 মার্চ। রাজ্যসভার নির্বাচনী পদ্ধতি সম্পর্কে
বলেন, 126 জন সদস্য বিশিষ্ট বিধানসভার মোট বৈধ ভোট ইনটু 100
ডিভাইডেড বাই 3 প্লাস 1 যোগ করলে যা হবে
তার সঙ্গে 1 যোগ করে যা
দাঁড়াবে তা হবে প্রতি ভোটের মূল্য, কংগ্রেস দলের
বিধায়ক প্রণব কুমার গগই মারা গেছেন, একজন প্রার্থীকে জিততে গেলে কম করে 32 টি ভোট পেতে হবে। রাজনৈতিক সূত্রের খবর বর্তমান অবস্থানে বিজেপি দুটি আসন
জেতার সম্ভাবনা বেশি, এ আই ডি ইউ এফ,
কংগ্রেস যৌথভাবে লড়াই
করলে একটি আসন পেতে পারে। বিধানসভার প্রধানসচিব ডেকা জানান, বিধানসভার সময়সূচি কিছুটা পরিবর্তন করা হয়েছে।
বিধানসভার অধিবেশন তিনদিন বৃদ্ধি করে 30 মার্চ পর্যন্ত
করা হয়েছে। বাজেট পেশের দিন ধার্য হয়েছে 6 মার্চ। 12 মার্চ থেকে 23
মার্চ পর্যন্ত ডি আর এস
সি বৈঠকের জন্যে অধিবেশন হবে না। 28 মার্চ বিধানসভার অধ্যক্ষর নিজস্ব বিষয় নিয়ে দিন ভোর আলোচনা হবে।
কোন মন্তব্য নেই