Header Ads

তুরা সৎসঙ্গ বিহারের 25তম বৎসরপূর্তি দিবস পালন হল



অরূপ নাগ, তুরা : সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হল তুরা সৎসঙ্গ বিহারের পচিশ বৎসরপূর্তি দিবস তুরার পেরেড গ্রাউন্ড মাঠে গত 16 ফেব্রুয়ারী। অনুষ্ঠান শুরু হয় বিনামূল্যে চিকিৎসা শিবির দিয়ে। গুয়াহাটি থেকে বিশিষ্ট ডাক্তারের একদল এসে এক হাজারেরও বেশি রোগীকে চিকিৎসা করেন। চিকিৎসা শিবিরটি ফিতা কেটে উদঘাটন করেন তুরা শহরের জেলাশাসক রাম সিং। এবং উনার বক্তৃতায় তুরা সৎসঙ্গ বিহারের এই প্রচেষ্টাকে ভুঅসী প্রশংসা করেন। এরপর যুবক কনফারেন্সে মুখ্য বক্তৃতা রাখেন তুরা Don Bosco কলেজের principal Father Bivam R Mukhim এবং যুবকযুবতিদের উদ্যেশে তিনি বলেন, সোশিয়াল media থেকে দূরে থাকতে এবং সমাজের কাজে নিজেদেরকে ব্যস্ত রাখতে অনুরোধ করেন। তিনি বলেন, শ্রীশ্রীঠাকুর অনুকুল্চন্দ্রের মন্ত্র being and  becoming নিজের জীবনে প্রয়োগ করা। শিলঙের vivek Jha, Priyojit Dey, Abhinov Dhar o Anjan Chanda এই সমাবেশে সুন্দর বক্তৃতা রাখেন অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন বিশ্বজিত দে। বিকেলে মহিলাদের অনুষ্ঠান হয় এবং সন্ধ্যায় সঙ্গীতানুষ্ঠান। এই জাকজমক অনুষ্ঠানে কোচ, রাভা, হাজং, গারো শিল্পীরা নিত্য পরিবেশন করেন ও ত্রিপুরা থেকে আগত স রে গা মা পা-র শিল্পী সুসভম ভট্টাচার্য তার গান দিয়ে অনুষ্ঠানটিকে জমিয়ে তোলেন। Manash Ranjan Roy,Chandra Bahadur chetri,Ashit Baran Saha,Nikhil Ranjan Nath,Boloram kundu সহ আরও অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তুরা satsang বিহারের এই silver jubilee অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম, মেঘালয়, মনিপুর ও সাউথ বাঙ্কের অনেক গুরুভাইরা ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.