‘ফণি’ ঝড়ের প্ৰভাব না পড়লেও ‘মোদি ঝড়’এ প্লাবিত অসমের বরাক উপত্যকা
বৃহস্পতিবার জয়ের পর বিজেপির কৰ্মী সমৰ্থকদের সঙ্গে খুশমেজাজে করিমগঞ্জ কেন্দ্ৰের প্ৰাৰ্থী কৃপানাথ মাল্লা
রায়ান চৌধুরী, হাইলাকান্দি : অসমের বরাক উপত্যকার দুটি লোকসভা আসনই ২০১৯ এর ভোট যুদ্ধের ফলাফল গেরুয়া শিবিরের পক্ষে এল। ‘ফণি’ ঝড়ের প্ৰভাব বরাকে না পড়লেও মোদির জয়ের ঝড়ে প্লাবিত করে দিল বরাক উপত্যকাকে। বৃহস্পতিবার দুপুরের দিকে ভোট জয়ের আসার অপেক্ষায় রাধেশ্যম বিশ্বাস ছিলেন। তখনও কিন্তু জয় এআইইউডিএফ-এর অনুকূলে ছিল। ছন্দপতন হয় শেষের দিকে। শেষ ভোট গণনার কয়েকটি রাউন্ডে হঠাৎ মোদি ঝড় পদ্ম ফুটিয়ে দিল করিমগঞ্জ সংরক্ষিত এক নম্বর তপশিলি আসনটিতে। করিমগঞ্জ হাইলাকান্দির আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল গেরুয়া আবির। শেষ বিকেলে হাইলাকান্দি ও করিমগঞ্জে বিজয়ের আবির খেলা সহ আনন্দ উল্লাসের পরিবেশ দেখা গেল। করিমগঞ্জ কেন্দ্ৰে বিজেপি প্ৰাৰ্থী কৃপানাথ মাল্লা ৪ লক্ষ ৭৩ হাজার ৪৬ টি ভোট পেয়ে জয়ী হন। এআইইউডিএফ প্ৰাৰ্থী রাধেশ্যাম বিশ্বাস পান ৪ লক্ষ ৩৪ হাজার ৬৫৭ টি ভোট। প্ৰসঙ্গত, রাষ্টীয় নাগরিকপঞ্জি তথা এনআরসি সমস্যার কারণে বরাকে কিছু বাঙালির ভোট কংগ্ৰেস এবং এআইইউডিএফ-এর ঝুলিতে যাবে বলেই বিশ্লেষক মহলের ধারণা ছিল। কিন্তু ভিতরে ভিতরে মোদি ঝড়ের প্ৰভাব যে অ্যাতোটা ছিল তার আঁচ হয়তো করতে পারেননি কেউই। পাথারকান্দি, বদরপুর, দক্ষিণ করিমগঞ্জ, উত্তর করিমগঞ্জ, কাটলিছড়া, আলগাপুর ও হাইলাকান্দি নিয়ে ৩৮ হাজারের বেশি ভোট পেয়ে জয় হাসিল করেন বিজেপি প্ৰাৰ্থী কৃপানাথ মাল্লা। এখন শুধু শপথ নেওয়ার পালা।
কোন মন্তব্য নেই