নতুন সরকার গড়তে রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দের কাছে মোদি
নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ এনডিএর নেতা নিৰ্বাচিত হলেন নরেন্দ্ৰ মোদি। দিল্লির সেন্টাল হলে ভাষণ দিয়ে তিনি বলেন নতুন ভারতের পথ চলা শুরু হল। প্ৰধানমন্ত্ৰী পদের শপথ নিতে রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দের কাছে গিয়েছেন মোদি সরকার গড়ার দাবি নিয়ে। তার আগে এদিন এনডিএ দেশের যৌথ বৈঠকে পুনরায় দলীয় সংসদীয় দলের নেতা হিসাবে নরেন্দ্ৰ মোদির নাম প্ৰস্তাব করা হয়। সেন্ট্ৰাল হলে এনডিএ-র ৩৫৩জন সাংসদ সৰ্বসম্মতভাবে মোদিকে সংসদীয় নেতা হিসেবে প্ৰস্তাব দেন। সেই সংসদীয় দলের বৈঠকে অসমের মুখ্যমন্ত্ৰী সৰ্বনন্দ সোনোয়াল, অৰ্থমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা উপস্থিত ছিলেন। সেই বৈঠকে দলের সভাপতি অমিত শাহ নরেন্দ্ৰ মোদির কাৰ্য প্ৰণালি ব্যাখ্যা করে বলেন, গত ৫ বছরে তাঁকে একবার ছুটি নিতে দেখেননি। দিনে ১৮ ঘন্টা কাজ করেছেন। এই ধরনের ব্যতিক্ৰম ধৰ্মী নেতা ভূভারতে নেই। তাঁর পরিবারের একজনের রাজনীতির সঙ্গে সম্পৰ্কে নেই। আগে সংসদীয় দলের নেতা হিসেবে নিৰ্বাচিত হওয়ায় ভারতের সংবিধানের প্ৰণেতা বি আর আম্বেদকরের প্ৰতি শ্ৰদ্ধা জ্ঞাপন করে বলেন- এই নিৰ্বাচন আমার জন্য এক চ্যালেঞ্জ ছিল। আমি সারা ভারতবৰ্ষ ঘুরলাম তীৰ্থভবনের অভিজ্ঞতা হয়েছিল। নিৰ্বাচন মানেই নানা বিভাজন কিন্তু এই নৰ্বাচনে সারা দেশ ঐক্যবদ্ধভাবে লড়েছে। তিনি বলেন- সৎ ব্যক্তিদের সব সময় দেশের প্ৰয়োজন আছে। এই আমাদের দেশ পরিশ্ৰমকে পুজো করে ইমানদারকে সম্মান করে। তিনি জনপ্ৰতিনিধিদের ভিআইপি সংস্কৃতি থেকে দূরে থাকার জন্য আহ্বান জানান। বিশেষ করে সংবাদ মাধ্যম থেকে দূরে থাকার আহ্বান জানান। যত দূরে থাকা যায় তত ভালো। তিনি আঞ্চলিক সমস্যাকে প্ৰাধান্য দিয়ে জাতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ কারার আহ্বান জানান।
কোন মন্তব্য নেই