অসমের অৰ্থমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাকে পুরস্কৃত করা হবে
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার দ্বিতীয়বার ক্ষমতাসীন হল। দেশের পক্ষে তা শুভ লক্ষণ নয় বলে অনেকে মন্তব্য করেছেন। অসমের বিশিষ্ট নেতা তথা নাগরিক অধিকার সুরক্ষা সমিতির উপদেষ্টা হাফিজ রশিদ চৌধুরী প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করে বলেন, ধর্ম নিরপেক্ষ ভারতে বিভাজন মুখী রাজনীতির জয় হল। গত ৫ বছরে এই দেশে বহু সাম্প্রদায়িক ঘটনার খবর পাওয়া গেছে যা গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ নয়। অসমে রাস্তাঘাটের অবস্থা উন্নতি হল না, এনআরসি, ডিটেনশন ক্যাম্প নিয়ে বাঙালিদের চরম নিৰ্যাতন করা হচ্ছে। বিজেপি শুধু জাতীয় ইস্যু নিয়ে জয়লাভ করল। এবার বাঙালিদের অবস্থা আরও খারাপ হবে বলে বিশিষ্ট আইনজীবী আশঙ্কা ব্যক্ত করেন। অসম মন্ত্রীসভায় আবার রদবদল হবে, বিজেপি বিধায়ক কৃপা নাথ মাল্লা, তপন গগৈ, পল্লব লোচন দাস, রূপক শর্মা, চারজন জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তা ছাড়া অর্থমন্ত্রী নাড়ার চেয়ারম্যান হিমন্ত বিশ্ব শর্মাকে বড় পদ দেওয়া হবে না জাতীয় রাজনীতির প্ৰাঙ্গনে পাঠানো হবে তা দুই এক দিনের মধ্যে জানা যাবে অসমে উপ মুখ্যমন্ত্রী পদ সৃষ্টির কথা চলছে। বিজেপি মহলে অন্য কথা শোনা যাচ্ছে, হিমন্তর লক্ষ্য মুখ্যমন্ত্রীর পদ নতুবা কেন্দ্রে কেবিনেট মন্ত্রীর পদ, যে কোনও একটি হিমন্ত হাসিল করবেনই। বিজেপি সরকারের গুড বুকে আছেন হিমন্ত। তিনি সারা অসমে প্রচার চালান। তারই পুরস্কার পাবেন হিমন্ত।
কোন মন্তব্য নেই