Header Ads

বিজেপি সুপ্ৰিমো নরেন্দ্ৰ মোদি প্ৰধানমন্ত্ৰী পদে দ্বিতীয়বারের জন্য শপথগ্ৰহণ করবেন সম্ভবত ২৯ শে মে

ছবি, সৌঃ এএনআই
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ বেলা পৌনে চারটে পৰ্যন্ত লোকসভার ফলাফলে প্ৰমাণ হয়ে গেল নরেন্দ্ৰ মোদি দ্বিতীয় বারের জন্য প্ৰধানমন্ত্ৰী পদে বসবেন। এ পৰ্যন্ত কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী কেরলের একটি কেন্দ্ৰ থেকে, গুজরাটের গান্ধীনগর থেকে অমিত শাহ, লখনৌ থেকে রাজনাথ সিং এবং অবধারিতভাবে বেনারস থেকে নরেন্দ্ৰ মোদি জিতে গেছেন। ৩৪৮ টি আসনে এনডিএ এগিয়ে আছে। কংগ্ৰেস ৯১টি আসনে এগিয়ে আছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্ৰেসের অবস্থা শোচনীয়। মাত্ৰ ২৩টি আসনে এগিয়ে আছে তৃণমূল। ১৯ টি আসন এগিয়ে আছে বিজেপি। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি ট্যুইট করে বলেছেন সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস নিয়ে বিজয়ী ভারত। এই জয় শক্তিশালি ভারতের জয়। এদিকে তৃণমূল নেত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে বলেছেন ‘ সব পারাজতিরাই হেরো নন।’ বিজেপি সুপ্ৰিমো নরেন্দ্ৰ মোদি প্ৰধানমন্ত্ৰী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথগ্ৰহণ করবেন সম্ভবত ২৯ শে মে। সেই শপথগ্ৰহণ অনুষ্ঠানে রাশিয়ার প্ৰধানমন্ত্ৰী ভ্লাদিমির পুতিন আসার কথা রয়েছে। 
শিলঙে জয়ী কংগ্ৰেস প্ৰাৰ্থী ভিনসেন্ট পালা
 মেঘালয়ের শিলং কেন্দ্ৰ থেকে কংগ্ৰেসের ভিনসেন্ট পালা জয়ী হতে চলেছেন। মেঘালয়ের তুরা থেকে এনপিপি দলের প্ৰয়াত নেতা পি এ সাংমার মেয়ে আগাথা সাংমা জয়ের পথে এগিয়ে যাচ্ছেন। অসমের ১৪টি লোকসভা আসনে ৯ টিরও বেশি আসন পেতে চলেছে বিজেপি। দুটি কংগ্ৰেস, দুটি এআইইউডিএফ, একটি নিৰ্দল। উত্তরপূৰ্বাঞ্চলে মিজোরামে একটি আসনই এমএনএফ এগিয়ে আছে। শিলচর কেন্দ্ৰ বিজেপি প্ৰাৰ্থী ড০ রাজদীপ রায় এগিয়ে আছেন। ২০১৪ সালের নিৰ্বাচনে বিজেপি নেতঋত্বাধীন এনডিএ ৩১ শতাংশ ভোট পেয়েছিল। এবার এখন পৰ্যন্ত ৪৮ শতাংশ ভোট পেয়েছে। কংগ্ৰেস মাত্ৰ ২৮ শতাংশ ভোট পেয়েছে। সিকিমে একটি আসনে এসকেএম দল এগিয়ে। অসমের ধুবড়িতে এআইইউডিএফ নেতা বদরুদ্দিন আজমল, নগাঁওয়ে বিজেপি প্ৰাৰ্থী রূপক শৰ্মা, কলিয়াবরে কংগ্ৰেস প্ৰাৰ্থী গৌরব গগৈ এগিয়ে, স্বশাসিত জেলা পরিষদ (ডিফু)তে বিজেপি প্ৰাৰ্থী হরেন সিং বে এগিয়ে, ডিব্ৰুগড়ে বিজেপি প্ৰাৰ্থী রামেশ্বৰ তেলি এগিয়ে, যোরহাটে বিজেপি প্ৰাৰ্থী তপন গগৈ এগিয়ে, তেজপুরে বিজেপি প্ৰাৰ্থী পল্লব লোচন দাস এগিয়ে, করিমগঞ্জে এআইইউডিএফ প্ৰাৰ্থী রাধেশ্যাম বিশ্বাসের জয়ী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। গত লোকভার নিৰ্বাচন থেকে এবার বেশি আসন পাচ্ছে বিজেপি। সামগ্ৰিকভাবে বিজেপির দ্বিতীয়বারের দিল্লি। এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যু বিজেপির জয়ে প্ৰভাব ফেলেছে। একমাত্ৰ ব্যাতিক্ৰম কেন্দ্ৰ বহরমপুরে কংগ্ৰেস প্ৰাৰ্থী অধীর রঞ্জন চৌধুরি জয়ের পথে। পশ্চিমবঙ্গে টিএমসি ২১, বিজেপি ২০ কেন্দ্ৰে এগিয়ে আছে। কংগ্ৰেস একটি। পশ্চিমবঙ্গে বামপন্থীরা খাতাই খুলতে পারল না। অন্যান্যবার ভোট গণনার দিন তৃণমূল নেত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে যেমন চিত্ৰ থাআকে, এবার তার উল্টো। নিৰ্জন, নিস্তব্ধ কালীঘাটে তাঁর বাড়ির সামনের রাস্তা। পাশাপাশি উৎসবের মেজাজে বিজেপির কৰ্মী সমৰ্থকেরা। সেন্ট্ৰাল অ্যাবিনিউ-তে রীতিমতো পথচারী থেকে গাড়ির চালকদের মিষ্টিমুখ করিয়েছেন বিজেপির কৰ্মী সমৰ্থকরা।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.