পশ্চিমবঙ্গে শেষ দফার ভোট অবাধ এবং শন্তিপূৰ্ণভাবে করাতে তৎপর প্ৰশাসন
নয়া ঠাহর প্ৰতিবেদন, কলকাতাঃ রবিবার সপ্তম তথা শেষ দফার ভোট। পশ্চিমবঙ্গের ৯টি কেন্দ্ৰের বিভিন্ন জায়গায় গোলমালের আশঙ্কায় কড়া পদক্ষেপ নিৰ্বাচন কমিশনের। যে কোনও ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে ১০০ শতাংশ বুথেই কেন্দ্ৰীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি কুইক রেসপন্স টিম (কিউআরটি)কে ৫ থেকে ৭ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছনোর নিৰ্দেশ দেওয়া হয়েছে। এদিন ভোটগ্ৰহণ হবে বারাসত, বসিরহাট, দমদম, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার ৯টি লোকসভা কেন্দ্ৰে। শহরে এসে পৌঁছে গিয়েছে আধাসামরিক বাহিনী। সপ্তম দফার ভোটে মোট ৭১০ কোম্পানী কেন্দ্ৰীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ৪৬১ কুইক রেসপন্স টিম প্ৰস্তুত থাকবে। এই টিম ঘটনাস্থলে পৌঁছতে কোনও মতেই ১৫ মিনিটের বেশি সময় লাগাবে না নিৰ্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। কুইক রেসপন্স টিমের পথপ্ৰদৰ্শক হিসেবে সঙ্গে থাকবে ১ জন সিভিক কনস্টেবল। থাকবে কলকাতা পুলিশের ১৭৮ কুইক রেসপন্স টিম, অস্ত্ৰধারী বাহিনী, ফ্লাইং স্কোয়াড। বুথের ২০০ মিটারের মঝ্যে জারি থাকবে ১৪৪ ধারা। বিভিন্ন কেন্দ্ৰে চলছে রুটমাৰ্চ। ডায়মন্ড হারবারে ৭১ কোম্পানী ও মথুরাপুর লোকসভায় ৮১ কোম্পানী কেন্দ্ৰীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। জায়গায় জায়গায় চলছে নাকা চেকিং। ভোটের দিন কোনও ধরনের অপ্ৰীতিকর পরিস্থিতি ঠেকাতে রাজ্য পুলিশকেও সক্ৰিয় থাকতে বলেছেন বিশেষ পুলিশ পৰ্যবেক্ষক বিবেক দুবে। সবমিলিয়ে ভোট অবাধ এবং শন্তিপূৰ্ণভাবে করাতে তৎপর প্ৰশাসন। প্ৰসঙ্গত, শেষ দফার ভোটের দিনও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তীব্ৰ গরম থাকবে। তাপমাত্ৰা ৪০ ডিগ্ৰি অথবা তার থেকে এক দুই ডিগ্ৰি বেশির মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে।
কোন মন্তব্য নেই