Header Ads

মরণ ফাঁদে পরিণত হয়েছে হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা-হারাঙ্গাজাও অংশ

                  
              

    বিপ্লব দেব, হাফলংঃ  হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের এএস ২১ প্যাকেজের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৫ কিলোমিটার বেহাল অংশ সংস্কারের দায়িত্ব হিন্দুস্থান কনস্ট্রাকশন কোম্পানি (এইচসিসি)-কে তুলে দেওয়া হয়েছে বলে গত ৭ মে জাতীয় সড়ক কর্তৃপক্ষের গুয়াহাটি আঞ্চলিক কার্যালয়ে নাহাই চিফ জেনারেল ম্যানেজার সুনীল জিন্দাল এন সি হিলস স্টুডেন্টস ফোরামের সভাপতি ডেভিড কেভমকে জানানোর ৯ দিন পেরিয়ে যাওয়ার পর ও হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়কের এএস ২১ প্যাকেজের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৫ কিলোমিটার অংশে সংস্কার কাজ শুরু হয়নি। জাতীয় সড়ক কর্তৃপক্ষ (নাহাই) এক সূত্রে জানা গিয়েছে এর আগেও এইচসিসি নির্মাণ সংস্থাকে জাটিঙ্গা হারাঙ্গাজাও অংশ সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু এইচ সি সি এই কাজ করতে রাজি হয়নি। জানা গেছে এত কম বাজেটের কাজ করতে মোটেই আগ্রহী নয় এইচসিসি নির্মাণ সংস্থা। তাই জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত অংশে রাস্তা সংস্কারের কাজ আরও একবার কার্যত মুখ থুবড়ে পড়ল। জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাফলং স্থিত প্রজেক্ট ইমপ্লিমেনটেশ ইউনিটের প্রকল্প সঞ্চালক কার্গে কাকমি বলেন জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৫ কিলোমিটার অংশ সংস্কার কাজের জন্য ৪৯ কোটি টাকা বরাদ্দ করার জন্য নাহাই-র দিল্লি কার্যালয়ে দীর্ঘদিন আগেই প্রস্তাব পাঠানো হয়েছে কিন্তু নাহাই দিল্লির কার্যালয় এই প্রস্তাবে এখনও অনুমোদন করেনি। চিফ জেনারেল ম্যানেজার সুনীল জিন্দাল ডেভিড কেভমকে আশ্বস্ত করে বলেছিলেন নাহাই দিল্লির কার্যালয় যতদিন পর্যন্ত জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৫ কিলোমিটার অংশ সংস্কার কাজের জন্য ৪৯ কোটি টাকা মঞ্জুর করা না পর্যন্ত এইচসিসি নির্মাণ সংস্থা ওই সড়ক পথটি দেখভালের দায়িত্বে থাকবে কিন্তু সংস্থাটি এই কাজ নিয়ে মোটেই আগ্রহী নয়। আর এতেই সমস্যা বেড়ে গেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের। বর্তমানে শিলচর-হাফলং ৫৪ নম্বর জাতীয় সড়ক (সম্প্রসারণ) পুরোটাই মরণ ফাঁদে পরিনত হয়েছে বিশেষ করে জাটিঙ্গা - হারাঙ্গাজাও অংশের ২৫ কিলোমিটার রাস্তা। বিপদের ঝুঁকি নিয়ে চলছে প্রতিদিন যাত্রীবাহী গাড়ী এই অবস্থায় যে কোন মূহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে। ডিমা হাসাও জেলা সহ সমগ্র দক্ষিণ অসমের মানুষের জন্য লাইফ লাইন হিসেবে চিহ্নিত এই জাতীয় সড়কটি দীর্ঘ দিন থেকে বেহাল অবস্থায় পড়ে থাকার পরও কেন্দ্র বা রাজ্যসরকার এই জাতীয় সড়কটি চলাচলের উপযোগী করে তুলতে বা ওই অংশ দিয়ে যাওয়া শিলচর-সৌরাষ্ট্র মহাসড়কের কাজ সম্পূর্ণ করতে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ। বর্তমানে সড়ক পথটির যা অবস্থা ভারি বর্ষার মরশুমে এই সড়ক পথটি বন্ধ হয়ে পড়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে বলে ওই পথ দিয়ে প্রতিদিন চলাচলকারী গাড়ির চালকরা জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রুইজ্যার চালক বলেন এর আগে বহু বার নাহাই জাটিঙ্গা হারাঙ্গাজাও সড়ক সংস্কার করার কথা জানালে নাহাই তাদের কথা রাখেনি প্রতিবারই ব্যর্থ হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.