Header Ads

ভাষা শহীদ দিবসে স্বেচ্ছায় রক্তদান সরকারী হাসপাতালে

নয়াঠাহর প্রতিবেদন, হাইলাকান্দি: বরাকের বিভিন্ন অঞ্চলে বহু অনুষ্ঠানের মাধ্যমে ১৯শে মে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন উপত্যকার মানুষ। এই দিনটিকে কেন্দ্র করে হাইলাকান্দিতে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার ফোরামের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সরকারী হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।শিবিরে পুরুষ ও মহিলা মিলে মোট উনিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন। 
শিবিরের ব্যবস্থাপনায় ছিলেন হাসপাতালের ব্লাড ব্যাংক ও সহযোগিতায় ছিলেন বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার ফোরাম। তাছাড়া, রোটারেক্স ক্লাবের কয়েকজন সদস্যও এই শিবিরে  স্বেচ্ছায় রক্তদান করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বলেও জানা যায়। পুরো অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হাইলাকান্দি সরকারী হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা:সুদীপ চক্রবর্তী।  শহীদদের নিয়ে বিভিন্ন বক্তব্য রাখেন ডা: পরিতোষ দত্ত, সুদর্শন ভট্টাচার্য, মাধবী শর্মা, আলাম লস্কর, বাসুদেব রাঠী ও রঞ্জিত ঘোষ প্রমুখ। শিবিরে সতেরো জন পুরুষ ও দুজন মহিলার মধ্যে  মাম্পি দাস ও রেহিমা খাতুন নিয়ে মোট উন্নিশ জন স্বেচ্ছায় রক্তদান  করেছেন বলেও জানা যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.