গুয়াহাটিতে অভিনব কায়দায় পকেট মার
প্ৰতীকী ছবি
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ মহানগরে অভিনব কায়দায় পকেট মারের ঘটনা ঘটল। ২৭ মে অর্থাৎ সোমবার দুপুরবেলার ঘটনা। এদিন বেলা ১২ টা নাগাদ বাংলা ওয়েব পোৰ্টাল ‘নয়া ঠাহর’এর সম্পাদক অমল গুপ্ত গণেশগুড়ি বাসস্ট্যান্ড থেকে বাসে চাপেন। তিনি বাসের একেবারে শেষের দিকে আসনে গিয়ে বসেছিলেন। যাতে করে গন্তব্য স্থান এলে সহজেই পেছনের দরজা দিয়ে নামা যায়। লাঠি হাতে প্ৰতিবন্ধী এক ব্যক্তিও বাসে উঠে তাঁর পাশের আসনে বসে। বাস চলতে শুরু করলে লম্বা করে একটি ছেলে ইচ্ছেকৃতভাবে কিছু খুচরো পয়সা উপর থেকে ফেলল। সেটা কেউ লক্ষ্য করেনি। সঙ্গে সঙ্গে এক হুলুস্থুল পরিবেশ সৃষ্টি হল। ‘এ এ দেখুন পয়সা পড়ে গেছে ...’ এই বলে পয়সাগুলো তোলার জন্য ছেলেটি চিৎকার করতে শুরু করল। সঙ্গে সঙ্গে আসনে বসে থাকা সবাই উঠে গেল। ঠাহরের সম্পাদকও পয়সা তুলতে ঝুঁকে যান। এরপর ভাঙাগড় স্টপেজ এলে বাসের স্পীড কমে যায় তখনই ওই ছেলেটি নেমে পড়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ততক্ষণে তাঁর পেকেট মার হয়ে গেছে। কিছুক্ষণ বাদে প্যান্টের পকেটে হাত দিয়ে দেখেন ওয়ালেট নেই। সেখানে সাংবাদিক অ্যাক্ৰিডিয়েটেড কাৰ্ড, ড্ৰাইভিং লাইসেন্স থেকে শুরু করে এটিএম কাৰ্ড, নাম ঠিকানা সমেত আই কাৰ্ড, ছাড়াও বহু সরকারি নথিপত্ৰ ছিল। ভেটাপাড়া সেন্ট্ৰাল ব্যাঙ্ক ব্ৰাঞ্চের অ্যাকাউন্টের এটিএম ছিল। এরপর পকেটমার চারবারে মোট ২৪ হাজার টাকা উঠিয়েছে। যেখান থেকে টাকা তুলেছে সেই এটিএম থেকে অমল গুপ্ত-র মুঠোফোনে ম্যাসেজ এসেছে। ম্যাসেজগুলো পাঠকদের জন্য তুলে দেওয়া হল। Card x1157 used on ATM CPRH1400 at GUWAHATI BRANCH IAD GUWAHATI ASIN for Rs 10000.00 Bal Rs 31802.28 Use CBI ATM to avoid txn charges, Card x1157 used on ATM APRH1400 at GUWAHATI BRANCH KAMRUP METROPASIN for Rs 2000.00 Bal Rs 41802.28 Use CBI ATM to avoid txn charges, Card x1157 used on ATM CPRH1400 at GUWAHATI BRANCH IAD GUWAHATI ASIN for Rs 8000.00 Bal Rs 23802.28 Use CBI ATM to avoid txn charges. একবার ১০,০০০, তারপর ৮০০০, আর একবার ২০০০, এইভাবে করে মোট ২৪০০০ টাকা তুলে নিয়েছে। এখন প্ৰশ্ন হচ্ছে একই এটিএম থেকে পর পর তিন বার কি করে টাকা তুলল। যেখানে সিসিটিভি ক্যামেরা থাকে। কিছু কিছু এটিএমে পুলিশি পাহারাদার ও থাকে। তারপরও এই ধরনের ঘটনা কি করে ঘটল। এই ঘটনার কথা মৌখিকভাবে দিসপুর পুলিশ থানায় জানানো হয়েছে। রাজ্যে এক বিরাট এটিএম চক্ৰ কাজ করছে। পুলিশের সাইবার ক্ৰাইম ব্ৰাঞ্চ যদি একটু সক্ৰিয়া হয় তবে ধরা পড়বে। প্ৰসঙ্গত, আইডেনন্টিটি কাৰ্ড, ড্ৰাইভিং লাইসেন্স, নত্ৰিপত্ৰগুলো যদি কারও নজরে পড়ে এই নম্বরে ৯৮৬৪০৪৪২৩৯ জানালে কৃতজ্ঞ থাকবো।
কোন মন্তব্য নেই