Header Ads

ডিমা হাসাও সাহিত্য সংস্কৃতি পরিষদ হাফলঙে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে একাদশ ভাষা শহিদ দিবস পালন করে

      
 বিপ্লব দেব, হাফলংঃ উনিশের চেতনা বাঙালির আবেগের সঙ্গে জড়িত। উনিশের চেতনাই সবার মধ্যে ভাতৃত্বের মেল বন্ধন গড়ে তুলতে পারে এমনই অনুভূতি সকল বাঙালির হৃদয়ে। অনেকেই এভাবে নিজের অভিব্যক্তি ব্যক্ত করেন হাফলঙে অনুষ্ঠিত একাদশ ভাষা শহিদ দিবসের অনুষ্ঠানে।  আজ ১৯ শে। ১৯৬১ সালে আজকের দিনেই বাংলা ভাষার রক্ষার্থে শিলচর রেল স্টেশনে শহিদ হয়েছিলেন ১১ টি তরতাজা প্রাণ। সে দিন নিজের জীবনের আত্ম বলিদান দিয়ে নিজের মাতৃভাষাকে যে ভাবে রক্ষা করেছিলেন ১১ জন শহিদ তাদের আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল ডিমা হাসাও সাহিত্য সংস্কৃতি পরিষদ। একাদশ ভাষা শহিদ দিবস এখন শুধু বরাক উপত্যকার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। আজ দেশের বিভিন্ন প্রান্তে ১৯ শে মে দিনটিতে একাদশ ভাষা শহিদ দিবস পালন করা হয়ে থাকে। ডিমা হাসাও সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে রবিবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে একাদশ ভাষা শহিদ দিবস পালন করা হয়। রবিবার সকাল ৯ টায় হাফলং সাংস্কৃতিক ভবনে অস্থায়ী শহিদ বেদীতে পূষ্পার্ঘ অর্পন করে একাদশ ভাষা শহিদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। শহরের বিশিষ্ট নাগরিকরা ও ডিমা হাসাও সাহিত্য সংস্কৃতি পরিষদের কর্মকর্তারা একাদশ ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। এতে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক তথা বিশিষ্ট লেখক ডঃ তন্ময় ভট্টাচার্য। এদিন অনুষ্ঠানে তন্ময় ভট্টচার্য ১৯৬১ সালের ভাষা আন্দোলনে ইতিহাসের ওপর আলোকপাত করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.