Header Ads

ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্যে হাফলঙে ভোট গণনার প্রস্তুতি

 বিপ্লব দেব, হাফলংঃ কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ডিফু লোকসভা আসনের অন্তর্গত হাফলং বিধানসভা আসনের ভোট গণনা শুরু হবে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে। হাফলং বিধানসভা আসনের ২৪২ টি ভোটগ্রহণ কেন্দ্রের ভোটগণনা করা হবে হাফলং জেলাশাসক কার্যালয়ে। বুধবার ডিমা হাসাও জেলার জেলাশাসক তথা নির্বাচনী আধিকারিক অমিতাভ রাজখোয়া বলেন গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। এদিন জেলাশাসক কার্যালয়ের সন্মুখে ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে যানবাহন ও সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। জেলাশাসক বলেন হাফলং বিধানসভা আসনের পাঁচটি ইভিএমের ভিভিপ্যাট গণনা করা হবে। তাছাড়া কোন ইভিএমে যদি কারিগরি ত্রুটি বিচ্যুতি দেখা হয় তাহলে ওই ইভিএমের ভিপিপ্যাট গণনা করা হবে। জেলাশাসক জানিয়েছেন ২৪২ টি ভোটগ্রহণ কেন্দ্রের ভোটগণনা হবে ১৪ টি টেবিলে। গণনা হবে ১৮ রাউন্ডের। এদিকে গণনা কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে জেলাপ্রশাসন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.