Header Ads

রাজ্যে সক্রিয় মানব পাচারকারী দুই মানব পাচারকারীকে গ্রেফতার করল রেল নিরাপত্তা বাহিনী।



দেবযানী পাটিকর গুয়াহাটি।রাজ্যে ভীষণ ভাবে সক্রিয়  মানব পাচারকারী।  বিভিন্ন সময়ে রেল নিরাপত্তা বাহিনী স্টেশন আশেপাশের এলাকা  থেকে মানবপাচারকারীদের গ্রেফতার করতে সক্ষম হলেও এখন পর্যন্ত সক্রিয় রয়েছে মানব পাচারকারীর চক্র।গুয়াহাটি রেলস্টেশন থেকে দুজন মানব পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরপিএফ) কুইক রেসপন্স টিম। চলতি মাসের ১৭ তারিখে সকালে রেল নিরাপত্তা বাহিনী ও চাইন্ড লাইন বিশেষ যৌথ অভিযান চালিয়ে  গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করে মানব দুই পাচারকারীকে।এই দুজন মানব পাচারকারী হল অনিমা এক্কা (২৯)(শিবসাগর) ও থাইদার এক্কা (২৫)(শিবসাগর) ।কুইক রেসপন্স টিমটি দুজনকে গ্রেপ্তার করার পাশাপাশি তাদের কবল থেকে তিনজন নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই তিনজন নাবালিকা তিনসুকিয়া জেলার ধলা টেঙ্গাপানির কচুদুর বাজার গ্রামের বাসিন্দা। পাচারকারীরা  এই তিন নাবালিকাকে দিল্লিতে পাচার করার পরিকল্পনা করেছিল। এদেরকে যাদের হাতে তুলে দেওয়ার কথা ছিল তাদের কাছ থেকে মানব পাচারকারীরা মাথাপিছু ৫ হাজার টাকা করে পেয়ে গিয়েছিল ।এদেরকে জিআরপির হাতে তুলে দেয়া হয়। গ্রাফতার করার পরে দুজনকেই জিআরপি হাতে তুলে দেওয়া হয়।আইপিসি ধারা ৩৭০/৩৭১/৩৭২/৩৪  অনুযায়ী সেদিনই একটি মামলা নম্বর ৯১/১৯ রজ্জু করেন।উত্তর পূর্ব সীমান্ত রেল সুরক্ষা বাহিনী সমগ্র অঞ্চলজুড়ে বিগত এক বছরে  ব্যাপক অভিযান চালিয়ে কুড়ি জন মানব পাচারকারীকে  সাফল্যের সাথে গ্রেফতার করতে।সক্ষম হয়েছে।চলতি বছরে ৬জন মানবপাচারকারিদের গ্রেফতার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে বিচারের জন্য তুলে দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.