গুয়াহাটিতে কল সেন্টারে আন্তৰ্জাতিক পৰ্যায়ের র্যাকেট ধরা পরল, ব্যাংকের গোপন তথ্য জেনে লাখ লাখ টাকা লুট করতো এই র্যাকেট
প্রতীকী ছবি
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ অসম পুলিশের সাইবার অপরাধ তদন্ত শাখা আলফার স্লীপার সেল সম্পৰ্কে বহু অজানা তথ্য পেয়েছে। বিভিন্ন ব্যাঙ্কে প্ৰতারণা সম্পৰ্কে এক আন্তৰ্জাতিক পৰ্যায়ের র্যাকেটকে কব্জা করেছে। এই র্যাকেট অসম সহ উত্তরপূৰ্বাঞ্চলের বিভিন্ন ব্যাঙ্কের গ্ৰাহকদের একাউন্ট নম্বর সংগ্ৰহ করে বেল্যাকমেল করে লক্ষ লক্ষ অৰ্থ কামাতো। মঙ্গলবার গুয়াহাটির রাজগড় এলাকার এক কল সেন্টারের ৩৭ জন যুবক যুবতীকে গ্ৰেফতার করেছে পুলিশ। আমেরিকাতে দিনে অফিসে কাজ চলে, অসমে তখন রাত। এই কল সেন্টারে আমেরিকার এক কোম্পানির পক্ষে কাজ করছিল যুবক যুবতীরা। মাৰ্কিন এই কোম্পানি প্ৰতিদিন প্ৰায় ৫০ লক্ষ টাকা করে তুলত বলে পুলিশ জানিয়েছে। কল সেন্টারটি ১০ থেকে ১৫ হাজার গোপন নথি জোগার করে ব্যাঙ্কের গ্ৰাহকদের প্ৰতারণা করতো। অসম পুলিশের ডিজিপি কুলধর শইকিয়া সাইবার ডোম চালু করে দাবি করেছিলেন, অসমে সাইবার অপরাধ অনেক কমবে। সাইবার অপরাধ সেল বিদেশ থেকে বেআইনিভাবে অসমে আসা বহু লাখ টাকা ধরেছে। হাওয়ালার মাধ্যমে এই টাকা ঢুকছে। নিম্ন অসমে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গুয়াহাটির দুই ব্যাবসায়ীকে জেরা করা হয়েছে।
কোন মন্তব্য নেই