ডিটেনশন ক্যাম্পে বন্দীদের দুৰ্দশা, অত্যাচারের প্ৰতিবাদে মানব শৃঙ্খল তৈরি করে মৌন প্ৰতিবাদের ডাক শিলচরে
গুয়াহাটিঃ ডিটেনশন ক্যাম্পগুলিতে অমানবিক পরিবেশের কথা বিভিন্ন কাগজপত্ৰে আলোচিত। কেউ কেউ যন্ত্ৰণা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। যারা পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করছেন তাদেরও দিশেহারা অবস্থা। প্ৰকৃত ভারতীয় হওয়া সত্ত্বেও বিদেশি ঘোষিত হওয়ার ভয়ে তারাও আতঙ্কিত। প্ৰকৃত ভারতীয়কে ডি ভোটারের নোটিশ ধরিয়ে দেওয়া, ডিটেনশন ক্যাম্পগুলিতে যথেচ্ছাচারেরে বিরুদ্ধে ১৯ মে রবিবার মাতৃভাষা শহিদ দিবস পালনের দিন শিলচর জেল রোডে মানব শৃঙ্খল তৈরি করে এক মৌন প্ৰতীকী প্ৰতিবাদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচেতন নাগরিকের পক্ষ থেকে আইনজীবী দেবব্ৰত দাস, আইনজীবী সৌমেন চৌধুরি, সমর ভট্টাচাৰ্য, কমল চক্ৰবৰ্তী, জয়দীপ ভট্টাচাৰ্য, রথীন্দ্ৰ দাস, প্ৰমুখ এই মৌন প্ৰতীকী প্ৰতিবাদের উদ্দেশ্যে মানব শৃঙ্খল গঠনে সবাইকে যোগ দেওয়া অনুরোধ জানানো হয়েছে। ডিটেনশন ক্যাম্পে অমানবিক পরিবেশে বন্দীদের রাখা, যথেচ্ছ এবং আইন পরিপন্থীভাবে প্ৰকৃত ভারতীয়দের ডি ভোটার নোটিশ দেওয়া, তাদের অনেককেই সম্পূৰ্ণ অন্ধকারে রেখে বিদেশি ঘোষিত করা এবং ডিটেনশন ক্যাম্পে বন্ধীদের মুক্তির জন্য অবাস্তব কিছু শৰ্ত পূরণের প্ৰতিবাদে এই মানব শৃঙ্খল গঠন করা হচ্ছে বলে আবেদনপত্ৰে উল্লেখ করা হয়েছে।
কোন মন্তব্য নেই