Header Ads

এনআরসি নিয়ে অভয় অসমের মুখ্যমন্ত্ৰীর, দিল্লিতে রাজনাথ-সৰ্বা বৈঠক

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিংয়ের সঙ্গে সোমবার দিল্লিতে এক উচ্চস্তরের বৈঠকে মিলিত হলেন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোনোয়াল। বৈঠকে এনআরসি-র চূড়ান্ত তালিকা প্ৰকাশের পরবৰ্তী পরিস্থিতি সামলাতে এবং দিন কয়েক আগে জুরোডে বোমা বিস্ফোরণের ঘটনার তীব্ৰ নিন্দা করে ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থা কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করেন। রাজ্যের বিভিন্ন প্ৰান্তে ঠড়িয়ে আছে আলফার স্লিপার সেল। শুধু তাই নয়, রয়েছে ২৫ শহুরে জঙ্গিও। তাদের সবাই সমাজের বিভিন্ন স্তরে প্ৰতিষ্ঠিত ব্যক্তিত্ব। কেউ অধ্যাপনার কাজে, আবার কেউ কৰ্পোরেট সংস্থার উচ্চপদস্থ পদে রয়েছে। গুয়াহাটি, ডিব্ৰুগড়, লখিমপুর, শিবসাগর সহ রাজ্যের বিভিন্ন প্ৰান্তে ছড়িয়ে আছে শহুরে জঙ্গিরা। স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিংয়ের নেতৃত্বে উচ্চস্তরের এই বৈঠকে এই তথ্যই প্ৰকাশ্যে আসে। মুখ্যমন্ত্ৰী বলেন- অসমবাসী এখন শান্তি চায়। অসমে শান্তির পরিবেশকে যারা নষ্ট করার চেষ্টা করবে সেইসব দুষ্কৃতীদের সরকার কখনও ছেড়ে দেবে না। অসমের বরাক-ব্ৰহ্মপুত্ৰ, পাহার-সমতলে সাধারণ মানুষের শান্তি-সম্প্ৰীতি অটুট রাখতে, সেইসঙ্গে সকলের জীবন এবং সম্পত্তি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী দিনে কেন্দ্ৰ এবং রাজ্য সরকার দৃঢ়তার সঙ্গে কাজ করে যাবে। সুপ্ৰিম কোৰ্টের নিৰ্দেশ মতে আগামী ৩১ জুলাই রাষ্ট্ৰীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্ৰকাশ পাবে। তালিকা প্ৰকাশের সময় রাজ্যে যাতে কোনও ধরনের অশান্তির পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য কেন্দ্ৰ এবং রাজ্য সরকার যুগ্মভাবে যাবতীয় পদক্ষেপ নেবে। চূড়ান্ত তালিকা প্ৰকাশের পর সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্ৰে সকলের সহযোগিতা আহ্বান করেছেন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোনোয়াল। তিনি আরও বলেন - কোনো বৈধ নাগরিককে যাতে হেনস্থার সম্মুখীন হতে না হয় তার জন্য নিষ্ঠা সহকারে নিজের দায়িত্ব পালন করে যাবেন। এদিনের বৈঠকে কেন্দ্ৰ-রাজ্যের উচ্চ পদস্থ আধিকারিক সহ পুলিশ কৰ্তারাও উপস্থিত ছিলেন।    

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.