Header Ads

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোট গণনার প্ৰস্তুতি সৰ্বত্ৰ

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ ভারতের বৃহত্তম গণতান্ত্রিক উৎসবের ফলাফল আর কয়েক ঘন্টা পরেই দেশের মানুষ জানতে পারবেন। দিল্লির মসনদে কে বসবেন, ৫৪২ আসন বিশিষ্ট লোকসভার নেতা কে হবেন। এনডিএ আবার কি সরকার গড়বে, আবার কি প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি ? এই সব প্রশ্ন, উৎকন্ঠাকে সামনে নিয়ে অসমের ১৪ টি লোকসভা কেন্দ্রে ভোট গণনা শুরু হবে। ১৪৫ জন প্রার্থীর ভাগ্য নিৰ্ণয় হবে। অসমের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে ৫টি করে ভোটার ভেরিফাইবল পেপার অডিট ট্রেল অর্থাৎ ভিভিপ্যাট মেশিন গণনা করা হবে। তবে ইভিএম  গণনার পরই ভিভিপ্যাট গণনা হবে বলে নির্বাচন কমিশন পষ্ট করে দিয়েছে। অসমের চিফ নির্বাচন অফিসার মুখেশ শাহু বুধবার জানিয়েছেন কাল ২৩ মে ভোর ৬ টায় স্ট্রং রুমগুলি খোলা হবে। সে সময় সেনা পুলিশ, রাজনৈতিক দলের কাউকে থাকতে দেওয়া হবে না। সকাল ৮টা থেকে ৫১টি ইলেকশন জেলাতে ৫১ টি টেবিল গণনা শুরু হবে। অবজারভার এবং মাইক্রো অবজারভাররা উপস্থিত থাকবেন। ত্রিস্তরীয় নিরপত্তা ব্যবস্থা থাকবে সর্বত্র। ভিভিপ্যাট গণনার পর ফলাফল ঘোষণা করা হবে। তাই চূড়ান্ত ফলাফল প্রকাশ দেরিতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.