সুষ্ঠুভাবে সম্পন্ন হল গুয়াহাটির ওম শিব আশ্রমে স্মার্ট সিটির ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠান
দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ রোটারি ক্লাব অফ গুয়াহাটি স্মার্ট সিটির দ্বারা আয়োজিত ‘ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড প্রোগ্রাম’ সুষ্ঠুভাবে সম্পন্ন হল। তামুলকুচি ১৩ মাইলের ওম শিব আশ্রমে দিনব্যাপী এই অনুষ্ঠানে ওম শিব আশ্রম ও আশপাশের এলাকার ১২ থেকে ১৮ বছর পর্যন্ত প্রায় ৪০ জন ছেলে মেয়েরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে বয়সন্ধিকালের জীবনের বিভিন্ন সমস্যা ও তার সমাধান ,স্বাস্থ্য ,স্বচ্ছতা ইত্যাদি সম্পর্কে বিস্তৃত ভাবে আলোচনা করা হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সবাই অনুষ্ঠানটি উপভোগ করে। উল্লেখ্য, যে রোটারি এই মে মাসটা ইয়ুথ সার্ভিস মাস হিসেবে পালন করছে। এরসাথে সংগতি রেখে রোটারী ক্লাব অফ গুয়াহাটি স্মার্ট সিটি ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের রিসোর্স পার্সন রোটারিয়ান দেবজিৎ গোস্বামী ও রত্না সিং তাদের বহুমূল্য ভাষণ ও কার্যক্রমের দ্বারা ছাত্র ছাত্রীরা কিভাবে জীবনে চ্যালেঞ্জের মোকাবিলা করবে এই বিষয়ে বিস্তৃতভাবে আলোচনা করেন। এ অনুষ্ঠানে রোটারী ক্লাব অব গুয়াহাটি স্মার্ট সিটির সভাপতি মধুচন্দ্রা ভট্টাচার্য, ক্লাবের কোষাধ্যক্ষ রোটারিয়ান রবি আগরওয়াল, ক্লাব ইয়ুথ এর চেযার রোটারিয়ান রণবীর করও আশ্রামের গুরুমাতা রাশেল নাংরুম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণ করা সমস্ত ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট ও গাছের চারা বিলি করা হয়। গাছের চারাগুলো তাদের বেস্ট ফ্র্যান্ডের নামে লাগাতে বলা হয় যাতে তারা ভবিষ্যতে গাছের চারাগুলির দেখাশোনা করতে পারে। এদিন বাচ্চাদের মধ্যে খাবারের ব্যবস্থা করেন রোটারী ক্লাবের সদস্যরা।
কোন মন্তব্য নেই