Header Ads

২০১৯ উচ্চতর মাধ্যমিকে শীর্ষ ১০ ছাত্রছাত্রীর তালিকা

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ কলা শাখাতে প্রথম স্থান অধিকার  করেছে দরঙের ব্রিলিয়ান্ট একাডেমি জুনিয়ার কলেজের খুশবু ফিরদৌস মোট প্রাপ্ত নম্বর ৪৭৮। দ্বিতীয় স্থান অধিকার করেছে  যোরহাটের প্রাকজ্যোতিকা জুনিয়ার কলেজের কৌশিক কচারী।মোট নম্বর ৪৭৫। যৌথভাবে দ্বিতীয় স্থান প্রাপ্ত করেছে নগাঁওয়ের কনসেপ্ট জুনিয়ার কলেজর গীতাঞ্জলি বড়ঠাকুর।মোট প্রাপ্ত নম্বর ৪৭৫। তৃতীয় স্থান লাভ করেছে যোরহাট কনসেপ্ট একাডেমির কন্যাশ্রী ভাগ্যবতী মোট প্রাপ্ত নম্বর৪৭৪। চতুর্থ স্থানে রয়েছে দরঙ্গের রঞ্জিত শর্মা একাডেমী জুনিয়ার কলেজের জুপিতারা শর্মা । মোট নম্বর ৪৭২। পঞ্চম স্থানে রয়েছে বরপেটা কৃষ্ণগুরু মহাবিদ্যালযয়ের  জগমোহন কলিতা ।মোট নম্বর৪৭০। যৌথভাবে পঞ্চম স্থান অধিকার করেছে তিনসুকিয়ার আর ডি জুনিয়ার কলেজের শ্রুতি সনোয়াল মোট প্রাপ্ত নম্বর৪৭০। ষষ্ঠ স্থানে রয়েছে য়রহাটের ক্রেসেন্ট একাডেমীর শতাব্দী শইকীয়া ।মোট নম্বর ৪৬৯। সপ্তম স্থানে রয়েছে যেlরহাটের ক্রেসেন্ট একাডেমী সামিন সুলতানা ।মোট নম্বর৪৬৮। অষ্টম স্থান অধিকার করেছে দরং রঞ্জিত শর্মা একাডেমী জুনিয়ার কলেজের সুচিস্মিতা বশিষ্ঠ । মোট প্রাপ্ত নম্বর ৪৬৭। নবম স্থান অধিকার করেছে ব্রিলিয়ান্ট একাডেমির দীপঙ্কর দাস যৌথভাবে ধুবডি বিদ্যাপাড়া বয়েজ  হাইয়ার সেকেন্ডারি স্কুলের মানিক রায়, গোলাঘাট ফরকাটিং কলেজের মনীষা বরা, ও যোরহাটের প্রাক জ্যোতিকা জুনিয়ার কলেজের আংশুমান গগৈ ও কামরূপের বেজরা আঞ্চলিক কলেজের মনীষা দাস ।এদের মোট প্রাপ্ত নম্বর ৪৬৬। দশম স্থান অধিকার করেছে বরপেটা কৃষ্ণগুরু মহাবিদ্যালয়ের কৃপাময় দাস। যৌথভাবে গুয়াহাটির অসম জাতীয় বিদ্যালয়ের গুঞ্জন দাস ও লখিমপুরের জিনিয়াস একাডেমি জুনিয়ার কলেজের শিবানী নাথ ।এদের মোট প্রাপ্ত নম্বর ৪৬৪।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.