Header Ads

‘দৈনিক যুগশঙ্খ’র গুয়াহাটি সংস্করণের অফিসে বেআইনীভাবে তালা ঝুলাল মালিক গোষ্ঠী, ৮০ জন শ্ৰমিকের চাকরি অনিশ্চিত

গুয়াহাটিঃ ‘দৈনিক যুগশঙ্খ’ গুয়াহাটি সংস্করণের প্ৰিন্টিং প্ৰেস এবং নিউজ ডেস্ক বন্ধ করে দেওয়া হবে বলে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর প্ৰদীপ কলিতা স্বাক্ষরিত এক নোটিসে জানিয়েছিলেন। সেই প্ৰেক্ষিতে শঙ্খ প্ৰেস এমপ্লোয়িজ ইউনিয়নের  পক্ষ থেকে জানানো হয়েছিল এটা বন্ধ হয়নি। কৰ্মীরা যথারীতি কাজ করে যাচ্ছেন। এর প্ৰেক্ষিতে ‘দৈনিক যুগশঙ্খ’ গোষ্ঠীর কৰ্ণধার বিজয় কৃষ্ণনাথ গত ২২ মে রাত সাড়ে ১১টার সময় এই প্ৰতিবেদকের সঙ্গে কথা বলেন। ২৩ মে একাধিকবার কথা বলেন। তিনি নিজের পরিকল্পনার কথা জানিয়ে বলেন- ‘দৈনিক যুগশঙ্খ’র কোনও কৰ্মীকে ছাটাই করা হয়নি। এক জায়গা থেকে অন্য জায়গায় বদলির অৰ্থ ছাঁটাই নয়। আমরা মাল্টি ডেস্ক, মাল্টি এডিশনে বিশ্বাস করি। তিনি এও জানান- কৰ্মচারীদের মাজিথিয়া ওয়েজ বোৰ্ডের থেকেও বেশি হারে বেতন দেওয়া হচ্ছে। আগের খবর দুটি প্ৰকাশ হওয়ার পরে যুগশঙ্খ গোষ্ঠী নিয়ম বহিৰ্ভূতভাবে শ্ৰমিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কাগজের গুয়াহাটি সংস্করণের অফিসে তালা ঝুলিয়ে দেয়। এর ফলে ফ্যাক্টরি নিউজ ডেস্ক এবং প্ৰিন্টিং মেশিন মিলিয়ে প্ৰায় ৮০ জন কৰ্মীর চাকরি অনিশ্চিত হয়ে পড়ে। শঙ্খ প্ৰেস এমপ্লোয়িজ ইউনিয়নের অভিযোগ, মালিক গোষ্ঠী বদলির আছিলায় সম্পূৰ্ণ বেআইনী পথে কৰ্মীদের ছাঁটাই করতে চাইছেন। যা কোনও ভাবেই মেনে নেওয়া যাবে না। মাজিথিয়া ওয়েজ বোৰ্ড অনুযায়ী বেতন তো দিচ্ছেনই না, অন্যান্য প্ৰাপ্য থেকেও কৰ্মীদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছে ইউনিয়ন। প্ৰসঙ্গত, নয়া ঠাহর গোষ্ঠী কোনভাবেই শ্ৰমিক বিরোধী নয়। শ্ৰমিকদের স্বাৰ্থে নিরলসভাবে লড়াই করে। ‘নয়া ঠাহর’এর পক্ষ থেকে এই বেআইনী কৰ্মকাণ্ডের বিষয়টি সরকারের উচ্চ পদস্থ মহলকে অবগত করে যথাবিহীত আশু ব্যবস্থা গ্ৰহণের দাবি জানানো হয়েছে। এবং এছাড়াও বিষয়টি নিয়ে আজই জাৰ্নালিস্ট ফেডারেশন ফর আসাম (জাফা) এবং দিসপুর প্ৰেসক্লাবে অভিযোগ করা হয়েছে। বিষয়টি যদি অবিলম্বে নিষ্পত্তি করা না হয় তাহলে সাংবাদিক সংস্থাগুলি যুগশঙ্খ মালিক পক্ষের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। ‘যুগশঙ্খ’এর শ্ৰমিক গোষ্ঠীর পাশেই আছে ‘নয়া ঠাহর’ গোষ্ঠী। মুখ্যমন্ত্ৰীর প্ৰেস উপদেষ্টা ঋষিকেশ গোস্বামী ‘দৈনিক যুগশঙ্খ’র গুয়াহাটি সংস্করণের অফিসে তালা ঝোলানের খবরে উদ্বেগ প্ৰকাশ করে বলেন- কৰ্মচারীদের সঙ্গে সোমবার তিনি আলোচনায় বসবেন। বিষয়টিতে মুখমন্ত্ৰীর দৃষ্টি আকৰ্ষণ করা হবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.