Header Ads

কংগ্রেস শুধু মুসলিমদের দল নয়ঃ তরুণ গগৈ


নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ লোকসভা নির্বাচনে কংগ্রেস ৩ টি আসন পেয়েছে। তা নিয়ে কংগ্রেসের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়েছে। প্রদেশ সভাপতি রিপুন বরার বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রিপুন শুক্ৰবার  বলেছেন কংগ্রেস হাইকমান্ড বললে তিনি পদত্যাগ করতে রাজি। আগামিকাল অৰ্থাৎ শনিবার দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বৈঠকে যাওয়ার আগে এদিন বললেন- দলের পুনর্গঠন এবং কৌশল নিয়ে হাইকমান্ডকে পরামর্শ দেবো, বদনাম হচ্ছে কংগ্রেস মুসলিম দল বলে, তা কিন্তু নয়, কংগ্রেস দেশের সব জনগোষ্ঠীর বৃহত্তম প্রাচীন দল, কেবল মুসলিমদের দল নয়। এই বদনাম ঘোচাতে হবে। তরুণ গগৈ বলেন নাগরিকত্ব বিল নির্বাচনে প্রভাব পড়েনি। বরপেটা কংগ্রেস জয়ী আব্দুল খালেক বলেন- হিন্দু-মুসলিম উভয় জনগোষ্ঠীর ভোটে তিনি জয় পেয়েছেন। কলিয়াবর, বরপেটা এবং নগাঁও কেন্দ্রে কংগ্রেস জয়লাভ করেছে। অসমের দায়িত্ব প্রাপ্ত নেতা হরিশ রাওয়াত পরাজয় বরণ করেছেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.