বরাক উপত্যকায় চালু ইন্টারনেট সেবা
নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দিঃ হাইলাকান্দি নিয়ে সমগ্র বরাক উপত্যকায় ইন্টারনেট সেবা ব্লক করা ছিল শুক্রবার রাত থেকে, মঙ্গলবার থেকে ফের চালু হল। ভুয়ো খবর ও উত্তেজনাকে আটকাতেই এ ব্যবস্থা নিয়ে ছিল প্রশাসন। হাইলাকান্দি জেলায় কার্ফু জারি করে শান্তি বাতাবরণ আনবার চেষ্টা জেলা মেজিস্ট্রেট করেছিলেন। দেরিতে হলেও এই ধরনের পদক্ষপকে সচেতন মহল প্রশাসনের সঠিক নির্ণয় বলে মনে করেন । হাইলাকান্দি মাড়োয়ারী পাড়ায় মসজিদের পথে নমাজ পড়া নিয়ে অপ্রীতিকর ঘটনার জের আটকাতেই এই পদক্ষেপ। দুপর ১২ টা থেকে বিকেল ৩ টে পযর্ন্ত কার্ফু শিথিল করা হয় প্রথম দিন। আবার সোমবারও সকাল ৯ টা থেকে ৩ টে পযর্ন্ত কার্ফু শিথিল করা হয় । ইন্টারনেট না থাকায় ব্যাংক সেবায় অসুবিধার সৃষ্টি হয় ।মঙ্গলবার কার্ফু আরও শিথিল করলেন হাইলাকান্দি প্রশাসন রাত ১২ পযর্ন্ত । আজ সকাল ৭ টা থেকে রাস্তা ঘাটে মানুষের চলাচল দেখা গেল। হাইলাকান্দি জেলা প্রশাসন নাগরিকদের প্রতি শান্তি রক্ষায় সচেষ্ট থাকার আহ্বান রাখেন এক বিবৃতিতে। শান্তির বাতাবরণ রক্ষায় হাইলাকান্দির বিধায়কেও বিশেষ অনুরোধ রাখতে দেখা যায় । সম্প্রতি ঘটে যাওয়া গোষ্ঠী সংঘর্ষে ব্যাপক নিন্দা বুদ্ধিজীবী মহলের। ঘটনায় গভীরভাবে দু:খ প্রকাশ করেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়।
কোন মন্তব্য নেই