লামডিং বনাঞ্চলে বন্দুকসহ চোরা শিকারী আটক
স্বপন দাস , লামডিং- সংরক্ষিত বনাঞ্চলে জন্তু শিকার করতে এসে এক চোরাং শিকারিকে আটক করল লামডিংয়ের বন বিভাগের কর্মীরা। ধৃতদের কাছ থেকে দুটি বন্দুকও উদ্ধার করেছে বিভাগীয় কর্মীরা। একাংশ চোরা শিকারির দল দীৰ্ঘদিন ধরে লামডিং বনাঞ্চলে বাদর, বিভিন্ন প্ৰজাতির পাখি শিকার করে আসছে ৷ উল্লেখ, শনিবার বিকালে বন বিভাগের একটা টহলদারী দলে লামডিং বনাঞ্চলে টহলদারী করা অবস্থায় শিকার করতে আসা চোরাশিকারিকে আটক করে ৷ আটক করা শিকারি ত্ৰিপুরার বিজয় চাকমা ৷ জানা যায় দীৰ্ঘদিন ধরে ধৃত বিজয় চাকমা ত্ৰিপুরা থেকে এসে লামডিং বনাঞ্চলের ভিতরে অবস্থিত চাকমা বস্তিতে বসবাস করছে ৷ বিজয় চাকমা জানান দীৰ্ঘদিন ধরে তিনি বনাঞ্চলে জীবজন্তু শিকার করে আসছে ৷ বন বিভাগ ঘটনাস্থল থেকে হাতে তৈরি দুটো বন্দুক উদ্ধার করে৷ বৰ্তমান আটকাধীন শিকারিকে বন বিভাগে জেরা করছে তার কাছ থেকে আরও তথ্য জানার জন্য।
কোন মন্তব্য নেই