করিমগঞ্জের বদরপুরে বিজেপির বিজয় মিছিল
নয়া ঠাহর প্রতিবেদন,বদরপুরঃ 'করিমগঞ্জ লোকসভা আসন দখল নেওয়ার পর রবিবার রেল শহর বদরপুরে ব্যাপক সংখ্যক মহিলা কর্মী সমর্থকদের নিয়ে বিজয় মিছিলে রাজপথ কাঁপাল বিজেপি । গেরুয়া আবিরে খুশির ঝড় ওঠে রেল শহর বদরপুরে। বিজেপি কর্মীরা আবিরে রাঙান একে অন্যকে।এদিনে বিজয় মিছিলে বদরপুর রেল কলোনি ও জাতীয় সড়ক ভারী করে তোলেন বিজেপির শতশত পুরুষ ও মহিলা কর্মীরা। এদিন বেলা বারোটা নাগাদ জুমবস্তি থেকে এই মিছিলের সূচনা হয়। তারপর বদরপুর বিভিন্ন কলোনি হয়ে জাতীয় সড়ক পরিক্রমা করে বদরপুর ঘাট জাহাজ গুদামে গিয়ে এই মিছিলের সমাপ্তি ঘটে।বিজয় মিছিল বদরপুর ঘাট দিকে এগিয়ে যাওয়ার পথে চারদিক থেকে লোকজন স্বতঃস্ফূর্ত্ভাবে এসে যোগদান করেন। পোড়ে আতশবাজি। বিভিন্ন ধরণের বাদ্য যন্ত্রের তালে দলীয় পতাকা ও নরেন্দ্র মোদির ছবি নিয়ে নাচার পাশাপাশি মুহুর্মুহু ‘জয় শ্রীরাম’ ধ্বণী আকাশ বাতাসে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে বিজয় মিছিল থেকেই পথ চলতি মানুষদের মধ্যে চললো দেদার পানীয় জল বিলি।শুধু বিজেপি বদরপুর মণ্ডল ছাড়াও বদরপুর রেল শহর জুড়ে চলে গেরুয়া দলের উল্লাস।করিমগঞ্জ আসনে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লার জয়ে উৎফুল্লিত দলের কর্মী সমর্থকরা। এমনিতেই দেশে গেরুয়া দলের কল্পনাতীত জয়ে দলের কর্মী সমর্থকদের মধ্যে খুশির জোয়ারে বইছে। এদিনের বিজয় মিছিলে পা মেলান জেলা বিজেপির সাধারণ সম্পাদক দিলীপ দাস, মণ্ডল বিজেপি সভাপতি রূপম কুমার পাল, সম্পাদক শান্তু নাগ, আইনজীবী বিশ্ববরুণ বড়ুয়া, কিষান মোর্চার তপন মুহুরি বিকি দাস, বিকি রায় কর্মকার, পৌরসভা চেয়ারমেন দীপংকর রায় কর্মকার, যুবমোর্চা সভাপতি আশীষ দাস, রাজু ঘোষ, অনিতা দেবনাথ, মহিলা মোর্চার সভাপতি বেলা চক্রবর্তী, অনিতা বরুয়া, করিমগঞ্জ জেলা যুবমোর্চা সভাপতি অমিত পাল, হাইলাকান্দি যুবমোর্চা সভাপতি সুরজ সেন সহ অন্যান্যরা।
কোন মন্তব্য নেই