গুয়াহাটির জুরোডে বিস্ফোরণের তদন্ত করবে এনআইএ, পাঞ্জাবাড়িতে ৪৫ কিলো বিস্ফোরক উদ্ধার
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ কলম্বোতে বোমা বিস্ফোরণের সঙ্গে আইএসআইয়ের জেহাদি সংগঠন জড়িত হওয়ার খবর প্ৰকাশ্যে আসার পর এবার অসমেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মহানগরের গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি টহলদারি। এর মধ্যেই বুধবার চিড়িয়াখানা পথে জনবহুল সেন্ট্রাল মল- এর সামনে পুলিশের চেকিং চলার সময় শক্তিশালী গ্ৰেণেড বিস্ফোরণ হয়। এই ঘটনায় ১৩ জন আহত হয়েছে। আলফা স্বাধীন এই বিস্ফোরণের দায় শিকার করেছে। সরকার যদিও তদন্তের নিৰ্দেশ দিয়েছে। জাতীয় তদন্তকারি সংগঠন এনআইএ বৃহস্পতিবার ওই ঘটনার তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ এদিন পাঞ্জাবাড়ি অঞ্চলে জনৈক জাহ্নবী শইকিয়া নামে এক মহিলার ঘর থেকে ৪৬ কিলো বিস্ফোরক, একটি পিস্তল , ২৫ রাউন্ড তাজা গুলি, বোমা তৈরির মেশিন এবং আলফার কিছু নথিপত্র উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ওই মহিলা প্রাক্তন আলফা নেতা প্রাণময় রাজগুরুর ঘরে ভাড়া থাকতেন। ডিজিপি কুলধর শইকিয়া জানান নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মুসলিম জেহাদি সংগঠন সহ আলফা স্বাধীন, এনডিএফবি প্রভৃতি সংগঠনের বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে। লাল অ্যালার্ট জারি করা হয়েছে। পশ্চিম কাৰ্বি আংলংয়ে বাঙালি ব্যবসায়ী বিজয় পাল নামে এক ব্যক্তিকে অপহরণ করে দুষ্কৃতীরা। এখনও পৰ্যন্ত তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি।
কোন মন্তব্য নেই