নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ বাণিজ্য শাখাতে প্রথম স্থান অধিকার করে কাছাড়ের বিবেকানন্দ জুনিয়ার কলেজের অসীম সরকার । অসীমের মোট প্রাপ্ত নম্বর ৪৭৪। দ্বিতীয় স্থান অধিকার করে যোরহাট ক্রিমেন্ট একাডেমীর নিবেদিতা গগৈ। যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করে কামরূপের কে সি দাস কমার্স কলেজের অযূষি জৈন। এরা দুজনেই নম্বর পেয়েছে ৪৬৮। তৃতীয় স্থান অধিকার করেছে গুয়াহাটি কমার্স কলেজের নেহা আগরওয়াল ।মোট প্রাপ্ত নম্বর ৪৬৫। চতুর্থ স্থান অধিকার করেছে গুয়াহাটি কমার্স কলেজের অরুণাভ নাথ। মোট প্রাপ্ত নাম্বার ৪৬১। পঞ্চম স্থান অধিকার করেছে গুয়াহাটি কমার্স কলেজের রাহুল রায় ।মোট প্রাপ্ত নাম্বার ৪৬০।ষষ্ঠ স্থান অধিকার করেছে নগাঁওয়ের গীতাঞ্জলি জুনিয়ার কলেজের তানিশা আলমপুরিয়া ।মোট নাম্বার৪৫৯। যৌথভাবে একই স্থান অধিকার করেছে তিনসুকিয়া আরডি জুনিয়ার কলেজের অঙ্কুর বড়ুয়া। সপ্তম স্থান অধিকার করেছে গুয়াহাটির কে সি দাস কমার্স কলেজের হংসিকা চাওলা। যৌথভাবে একই স্থান প্রাপ্ত করেছে হাইলাকান্দি করিমগঞ্জ জুনিয়ার কলেজের হর্ষ গোলচা,নলবাড়ির নলবারি কমার্স কলেজের প্রতিভা জৈন,। এদের মোট প্রাপ্ত নম্বর ৪৫৮।অষ্টম স্থান অধিকার করেছে কে সি দাস কমার্স কলেজর দীক্ষা জৈন,যৌথ ভাবে একই স্থানে রয়েছে তিনসুকিয়া মার্গারিটা কলেজের প্রিয়াংশু আগরওয়াল মোট নম্বর প্রাপ্ত করেছে ৪৫৭।নবম স্থান অধিকার করেছে কাছাডের বিবেকানন্দ জুনিয়ার কলেজের বৃন্দা রায়। তিনসুকিয়াআর ডি জুনিয়ার কলেজের মিথিলেশ শর্মা,। মোট প্রাপ্ত নম্বর ৪৫৫। দশম স্থানে আছে কে সি দাস কমার্স কলেজের মুস্কান গচিশিয়া, জাগৃতি সেঠিয়া ইশিকা আগারওয়াল।এদের প্রাপ্ত নম্বর ,৪৫৪।।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই