পাঁচগ্রাম ও জাগিরোড পেপার মিল লিকুইডিশন এ চলে গেল, সরকার নীরব নির্বিকার
নয়া নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ বরাক উপত্যাকার এক মাত্র বৃহৎ শিল্প উদ্যোগ পাঁচগ্রাম পেপার মিল এর মৃত্যু ঘন্টা বেজে গেল, কেন্দ্রীয় সরকারের অধীন ন্যাশনাল কোম্পানি অফ ল ট্রাইবুনাল বৃহস্পতিবার মিল টি লিকুইডিশন করার কথা সরকারিভাবে ঘোষণা করল, বরাক উপত্যকায় কোনও প্রতিবাদ আন্দোলন হতে দেখা গেল না। কূলদ্বীপ বার্মাকে লিউইডিটার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিভিন্ন বেসরকারী সংস্থার সঙ্গে সমঝোতা করে মিলটি বিক্রি করবেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল দিল্লিতে থাকার সময় এনসিএলটি মিলটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ছিল। তারপরও মুখ্যমন্ত্রী মিল টি খোলার প্রতিশ্রুতি দেন বলে পেপার মিল ইউনিয়নের নেতা মানবেন্দ্র চক্রবর্তী অভিযোগ করেন। তিনি শুক্রবার বলেন, কলকাতা ,পাঁচগ্রাম, জাগিরোড, দিল্লি, প্রভৃতি জায়গায় প্রায় ২ হাজার কোটি টাকার সম্পত্তি আছে। তা জলের দরে বিক্রি করার চক্রান্ত শুরু হয়েছে। হিন্দুস্থান পেপার কর্পোরেশন অধীন কেরালাতে একটি নিউজ প্রিন্ট কোম্পানি আছে, কেবল সরকার তা লিউইডিশনে যাবার আগে তা অধিগ্রহণ করেছে বলে চক্রবর্তী বাবু জানান। বন্ধ মিল দুটি তে ৩০মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা আছে। একবার বইলার চালু করলে বরাক উপত্যকায় বিদ্যুৎ সমস্যা সমাধান হয়ে যেত, কর্মচারীদের অভুক্ত ভাবে , বিনা চিকিৎসায় মরতে হত না। কাগজ কলটির আজ পর্যন্ত ৫৫ জন কর্মচারী মারা গেছে।
কোন মন্তব্য নেই