Header Ads

উচ্চতর মাধ্যমিকের ফলাফল প্রকাশ, বিজ্ঞান, কলা ও বাণিজ্য শাখায় প্রথম স্থান অধিকার করেছে ক্রমে দরং,শোনিতপুর, নগাঁও ও কাছাড় জেলার পরীক্ষার্থী

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ উচ্চতর মাধ্যমিকের চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফল ঘোষিত হয় শনিবার ।এই বছরের পরীক্ষাতে বিজ্ঞান ,কলা ও বাণিজ্য শাখাতে প্রথম স্থান অধিকার করেছে ক্রমে দরং, শোণিতপুর নগাঁও ও কাছাড় জেলার পরীক্ষার্থী। প্রথম দশটা স্থানের শীর্ষ স্থান অধিকার করে খুশবু ফিরদৌস ।কলা শাখাতে  প্রথম স্থান অধিকার করেছে দরংয়ের   ব্রিলিয়ান্ট একাডেমীর মেধাবী ছাত্রী খুশবু ফিরদৌস ।খুশবুর মোট প্রাপ্ত নম্বর ৫০০এর ভিতরে ৪৭৮। ৯৫.৬%। বিজ্ঞান শাখাতে প্রথম স্থান অধিকার করেছে  শোণিতপুরের দরং মহাবিদ্যালয়ের সায়ন মজুমদার ।সায়ানের সাথে যৌথভাবে বিজ্ঞান শাখা তে প্রথম স্থান অধিকার করে নগাঁওয়ের  রামানুজ জুনিয়ার কলেজের বিতোপন আরন্ধরা ।এই দুজনের মোট প্রাপ্ত নম্বর ৪৭৮। বাণিজ্য শাখাতে প্রথম স্থান অধিকার করেছে কাছাড় বিবেকানন্দ জুনিয়ার কলেজের অসীম সরকার। অসীমের মোট প্রাপ্ত নম্বর ৪৭৪। অন্যদিকে তিন শাখাতে শীর্ষস্থানে ১০টি স্থানে ৬২ জন শিক্ষার্থী রয়েছে । কলা শাখাতে ধেমাজি জেলাতে সর্বাধিক ৮৯.৫২%উত্তীর্ণর হার বিজ্ঞান শাখাতে শিবসাগর জেলাতে সর্বাধিক ৯৩.৪২%উত্তীর্ণর হার। বাণিজ্য শাখাতে সর্বাধিক ৯৭.৭৯% উত্তীর্ণের হারের দিকে নলবাড়ি জেলা শীর্ষস্থান অধিকার করতে সক্ষম হয়। ওদিকে, ২০১৯বর্ষের উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষাতে মোট ২,৪২,৮৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল। এর মধ্যে ১,৮৬,১৮৭জন কলা শাখাতে ,৩৭,৪৫৫জন বিজ্ঞান শাখাতে ও ৩৭,৪৫৫ জন বাণিজ্য শাখাতে অবতীর্ণ হয়েছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.