গুয়াহাটি লোকসভা কেন্দ্ৰে বিজয় পতাকা উড়ল বিজেপির
দেবযানী পাটিকার, গুয়াহাটিঃ গুয়াহাটি কেন্দ্ৰে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী ববিতা শর্মাকে হারিয়ে বিজয় পতাকা ওড়ালেন বিজেপি প্রার্থী কুইন ওজা। এই দুইজন প্রতিদ্বন্দ্বীর মাঝে হয়েছিল তীব্র যুদ্ধ। ওদিকে গুয়াহাটি কেন্দ্ৰ থেকে নির্দল প্রার্থী রূপে অবতীর্ণ হয়েছিলেন উপমন্যু হাজারিকা ও জোনমনি দেবী খাউন্ড। কিন্তু এই দুই প্রার্থী কোন প্রভাব দেখাতে পারলেন না গুয়াহাটি কেন্দ্ৰে।
২৩ শে মে ঘোষিত লোকসভা নির্বাচন ২০১৯ এর ফলাফল অনুসারে ৭নং গুয়াহাটি লোকসভা কেন্দ্ৰে বিজেপির প্রার্থী কুইন ওজা কংগ্রেসের প্রার্থী ববিতা শর্মাকে ৩,৪৫,৬০৬ টি ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথমবারের জন্য সাংসদ হিসাবে নির্বাচিত হন। কুইন ওজা মোট ১০,০৮, ৯৩৬ টি ভোট পেয়েছেন। এর বিপরীতে ববিতা শর্মা ৬,৬৩,৩৩০ টি ভোট পান। এই ৭নং কেন্দ্ৰে মোট ১০,৪৬৬ জন ভোটার ভোট দান করেন। ২০১৯ এর লোকসভা কেন্দ্ৰে মোট ১৭,৬১,২৫০ জন ভোট দান করেন। কুইন ওজার ভোটের হার ৫৭.২% আর এর বিপরীতে ববিতা শর্মার প্ৰাপ্ত ভোটের হার ৩৭.৬১%। উল্লেখযোগ্য যে ১০টি বিধানসভা আসন যুক্ত গুয়াহাটি লোকসভা কেন্দ্ৰে এবারে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । অন্যদিকে নির্দল প্রার্থী উপমন্যু হাজারিকা ১.২% শতাংশ হারে মাত্র ২১,১১৪ টি ভোট পেয়েছেন।
উল্লেখ্য যে বিজেপির দুটি কার্যকালের ৭নং কেন্দ্ৰের সাংসদ বিজয় চক্রবর্তীকে প্রার্থিত্ব না দিয়ে কুইন ওজাকে দেওয়া হয়েছিল। স্বভাবতই কুইন ওজার বিজয়ে খুশি গুয়াহাটিবাসী। কিন্তু গুয়াহাটি লোকসভা কেন্দ্ৰে বহু সমস্যা রয়েছে। যে সব সমস্যার সমাধান বিগত বছরে সাংসদ বিজয়া চক্রবর্তী করেননি । এবারে কুইন ওজা সমস্যার সমাধানে কতটুকু কাজ করতে পারবেন এটাই লক্ষণীয়।
তবে ববিতা শর্মা থেকে কুইন ওজা রাজনীতির ক্ষেত্রে অনেক বেশি সক্রিয়। ১৯৯৬ তিনি অসম গণ পরিষদে যোগ দেন। তিনি পৌর নিগমের ভোটে জিতে মেয়র হয়েছিলেন। ২০১৪তে তিনি বিজেপিতে যোগ দেন।
কোন মন্তব্য নেই