Header Ads

উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান শাখায় প্ৰথম স্থান পেলেন অসমের দরঙের সায়ন এবং নগাঁওয়ের বিতুপন

উচ্চমাধ্যমিকে বিজ্ঞান শাখায় প্ৰথম স্থানাধিকারি সায়ন মজুমদার 
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ শোনিতপুর জেলার দরং কলেজে সায়ন মজুমদার এবং নগাঁওয়ের রামানুজন জুনিয়র কলেজের বিটুপন আরান্ধরা ২০১৯ এর উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান শাখায় প্ৰথম স্থান অৰ্জন করেছে। এদের দুজনের প্ৰাপ্ত নম্বর মোট ৫০০র মধ্যে ৪৭৮। এবছর বিজ্ঞান শাখায় মোট ৩১ হাজার ৫৭৭ জন পরীক্ষাৰ্থীর মধ্যে ১৩, ৯৯০ জন ছেলে এবং ৭,০৩৩ জন মেয়ে পরীক্ষায় বসেছে। তার মধ্যে ৮৯.২২ শতাংশ ছেলে এবং ৯২.৯৭ শতাংশ মেয়ে পরীক্ষায় উত্তীৰ্ণ হয়েছে।

উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় শিলচর জেলার বিবেকানন্দ জুনিয়র কলেজের ছাত্ৰ অসীম সরকার বাণিজ্য শাখায় ৫০০ নম্বরের মধ্যে ৪৭৪ পেয়ে প্ৰথম স্থান অধিকার করেছে। 

উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে কলা শাখায় ৫০০র মধ্যে ৪৭৮ নম্বর পেয়ে শীৰ্ষ স্থান পেয়েছে দরং জেলার ব্ৰিলিয়্যান্ট একাডেমী জুনিয়র কলেজের ছাত্ৰী খুশবু ফিরদৌস। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.