Header Ads

চিকিৎসকের গাফিলাতিতে উমরাংশু হাসপাতালে এক যুবকের মৃত্যুর অভিযোগ



    বিপ্লব দেব, হাফলংঃ চিকিৎসকের গাফিলাতির দরুন বছর ত্রিশের এক যুবকের মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা বিরাজ করছে উমরাংশুতে। অভিযোগ মতে উমরাংশু সরকারি হাসপাতালের চিকিৎসক এন কে বাইলুংয়ের গাফিলাতির দরুন এক তরতাজা যুবকের প্রাণ চলে গেল। জানা গেছে উমরাংশুর বাসিন্দা রাজু পাল নামের এক যুবককে হঠাৎ অসুস্থতা বোধ করায় শনিবার সকাল ৯ টা নাগাদ উমরাংশু সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্ত অসুস্থ রাজুকে হাসপাতালে ভর্তি করার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে শুরু হয় শ্বাস কষ্ট কিন্তু এতে গুরুত্ব দেয় নি চিকিৎসক এন কে বাইলুং বলে অভিযোগ করেন মৃত রাজু পালের এক নিকট আত্মীয়। রাজুর পরিবারের অভিযোগ যে সময় রাজুর অক্সিজেনের প্রয়োজন সে সময় তাকে অক্সিজেন দেওয়া হয়নি। কারণ উমরাংশু হাসপাতালে অক্সিজেন নেই বলে জানায় ডাঃ বাইলুং। অবশেষে অক্সিজেনের অভাবে করুন মৃত্যু ঘটে রাজুর। এদিকে তরতাজা যুবক রাজু পালের চিকিৎসকের গাফিলাতির দরুন মৃত্যু ঘটে এমন খবর উমরাংশু শহরে ছড়িয়ে পড়তেই উমরাংশু হাসপাতাল ঘেরাও করে উত্তেজিত জনতা হাসপাতালে ভাঙচুর চালায়। খবর পেয়ে উমরাংশু থানা থেকে পুলিশ ঘটনা স্থলে ছুটে এসে পরিস্থিতি সামাল দেয়। জনগনের অভিযোগ ডঃ এন কে বাইলুংয়ের বিরুদ্ধে এধরনের আরো অনেক অভিযোগ রয়েছে কিন্তু স্বাস্থ্য বিভাগ বাইলুংয়ের বিরুদ্ধে আজ অবধি কোন পদক্ষেপ গ্রহণ করে নি। এদিকে এই প্রতিবেদন পাঠানো পর্যন্ত রাজু পালের মৃতদেহ হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে সমঝে নেয় নি তাঁর পরিবার। অন্যদিকে এই তরতাজা যুবকের অকাল মৃত্যুতে উমরাংশু এলাকায় এক শোকাকুল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.