দিল্লির জন্য রাজদীপ বনাম সুস্মিতার পরিসংখ্যার লড়াই
ডঃ হিরণ্ময় রায়: সারা দেশের নজর এবার শিলচর লোকসভা আসনের ফলাফলয়ের দিকে রয়েছে। নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুবার বরাকে এসেছেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও দলের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধীও একবার করে শিলচরে এসে দলীয় প্রার্থীর জন্য প্রচার করে গেছেন। প্রিয়াঙ্কা গান্ধী নিজের রাজনৈতিক জীবনের প্রথম রোডশো শিলচরে করেন। এ শহরে কংগ্রেস ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হয়। সমগ্র ভরতের দৃষ্টি আছে এই আসনের ফলাফলের উপর । মোদির হাত ধরে জয়ের পথে এগিয়ে যেতে পারবে কি গেরুয়া শিবির? কি হবে ফলাফল? উত্তর পাওয়ার জন্য এক পরিসংখ্যান ভিত্তিক দৃষ্টিপাত আজ জরুরি হয়ে দাঁড়িয়েছে।
কাছাড়ে মোট ভোট ১১,৯৩,৯০৪। তার মধ্যে মুসলিম ভোটার ৪,৫৩,৬৮৫, আর হিন্দু ভোটার ৭,৪০,২২৩। মুসলিম ভোটের ৮৫% ভোট হল ৩,৮৫,৬৩২ আর হিন্দু ভোটের ৭৫% হল ৫,৫৫,১৬৭। যদি ধারা যায়, সুস্মিতা দেব মুসলিম ভোটের ৮৫ % ভোট পান, তাহলে তিনি পাচ্ছেন ৩,৮৫,৬৩২ ভোট।
আর হিন্দু ভোটের ২৫% পেলে সেটা গিয়ে দাঁড়াবে ১,৮৫,০৫৫-তে। তাহলে সুস্মিতা দেবের মোট ভোট হবে ৫,৭০,৬৮৭ (৩,৮৫,৬৩২ + ১,৮৫,০৫৫ = ৫,৭০,৬৮৭)।
এবার আসা যাক বিজেপি প্রার্থীর পরিসংখ্যায়। রাজদীপ রায় হিন্দু ভোটের ৭৫ % পেলে হয় ৫,৫৫,১৬৭ ও মুসলিম ভোটের ১০% পেলে হয় ৪৫,৩৬৮। তাহলে উনার মোট ভোট হচ্ছে ৬,০০,৫৩৫ (৫,৫৫,১৬৭ + ৪৫,৩৬৮ = ৬,০০,৫৩৫ )। দেখা যাচ্ছে, রাজদীপ রায় পাচ্ছেন ৬,০০,৫৩৫ ভোট আর সুস্মিতার ঝুলিতে যাচ্ছে ৫,৭০,৬৮৭ ভোট। এবং নাজিয়া মজুমদার পাচ্ছেন বাকি ২২,৬৮৪টি ভোট।
অন্য এক পরিসংখ্যা সমীক্ষায় দেখা যাচ্ছে শিলচরে বিজেপি এগিয়ে থাকতে পারে ৪০০০ ভোটে। ধোলাই কেন্দ্রে বিজেপি এগিয়ে থাকতে পারে ৩০,০০০ ভোটে, উদ্ধারবন্দে এগিয়ে থাকতে পারে ১০,০০০ ভোটে। সোনাই-এ কংগ্রেস এগিয়ে থাকতে পারে ৫০,০০০ ভোটে, বড়খলাতে ২০,০০০ ভোটে, কাটিগড়া ও লক্ষীপুরে মিলিয়ে এগিয়ে থাকবে ১৫,০০০ ও ১০,০০০ ভোটে।
তাহলে সর্ব ভারতীয় মহিলা কংগ্রেসের নেত্রী জিতে পারেন ন্যূনতম ১৫,০০০ ভোটে বা জয়ী হতে পারে অত্যাধিক ৪৫,০০০ ভোটে। যদিও আর অপেক্ষা মাত্র দুদিনের। ভাগ্যের চাকা কোন দলের দিকে ঘুরবে সেটা ২৩ মে বোঝা যাবে।
(লেখক দেরাদুনস্থিত পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রবক্তা ও বিভাগীয় প্রধান।)
কোন মন্তব্য নেই