দৈনিক ‘যুগশঙ্খ’-র গুয়াহাটির প্রিন্টিং ফ্যাক্টোরি, নিউজ ডেস্ক বন্ধ হয়ে গেল
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ ব্রহ্মপুত্র উপত্যকায় ঐতিহ্যমণ্ডিত একমাত্ৰ বাংলা দৈনিক কাগজ ‘যুগশঙ্খ’। গুয়াহাটির প্রিন্টিং ফ্যাক্টোরি এবং নিউজ ডেস্ক বন্ধ হয়ে গেল। গত ১৮ মে তারিখে পত্রিকার পক্ষে ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ কলিতার স্বাক্ষর করা আদেশ দিয়ে বন্ধ করা হয়। বহু অসংগতি পূৰ্ণ এই আদেশ কর্মচারীরা মানবেন না, তাঁরা আদালতের দ্বারস্থ হবেন বলে কর্মীদের সূত্রে জানা গেছে। অসমে এনআরসি-র নামে, ডি ভোটারের নামে, ডিটেনশন ক্যাম্প এর নামে বাঙালিদের সীমাহীন নির্যাতন করা হচ্ছে। বাঙালিদের পক্ষে কথা বলার কেউ নেই। এই জটিল সময়ে পত্রিকা গোষ্ঠী পশ্চিমবঙ্গের কলকাতাতে সেবা করতে গেল। কলকাতায় সংবাদ পত্রের বন্যা বইছে, সেখানে অসমের বাঙালিদের কথা কেউ ভাবে না। কলকাতা এবং শিলচর ডেস্ক থেকে পত্রিকাটি পরিচালিত হবে। স্বাভাবিকভাবেই ব্রহ্মপুত্র উপত্যকা ব্রাত্য থেকে যাবে। মানুষের সেবা থেকে ব্যবস্যা বড় হতে পারে না। তা অসমবাসী যুগশঙ্খ গোষ্ঠীর মালিকের একবার ভাবা উচিত ছিল বলে মনে করা হচ্ছে।
Ke bollo bondho hoye geche, ora mane management onoitikvabe bonda Kore dite chaiche, kintu union badha dichchhe, still it is on
উত্তরমুছুনKe bollo bondho hoye geche, ora mane management onoitikvabe bonda Kore dite chaiche, kintu union badha dichchhe, still it is on
উত্তরমুছুন