লাগাতার চলছে ভোট গণনা, গুয়াহাটিতে শুরু হয়েছে গিয়েছে বিজেপির জয়ের উল্লাস
ছবি, সৌঃ এএনআই
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ লোকসভা ভোট, মোট আসন ৫৪৩ পেতে হবে ২৭২। কে দখল করবে দিল্লির কুর্সি। এই প্ৰশ্নেতেই বৰ্তমানে উদ্বিগ্ন হয়ে আছে গোটা দেশ। বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। গোটা দেশে সকাল এগারোটা অবধি বিজেপি এগিয়ে ৩৪৩টিতে। কংগ্ৰেস এগিয়ে আছে ৮৯। গুয়াহাটি বিধানসভা কেন্দ্ৰে সকাল এগারো টা পৰ্যন্ত বিজেপি প্ৰাৰ্থী কুইন ওজা এগিয়ে। এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিজেপি ভবনে জয়ের উল্লাস শুরু হয়ে গেছে। অসমে সকাল ১১ টা পৰ্যন্ত বিজেপি ১২, কংগ্ৰেস ০, এআইইউডিএফ ২ অন্যান্য ০ স্থিতিতে রয়েছে। কোকরাঝাড়ে এগিয়ে প্ৰমিলা রানী ব্ৰহ্ম। রামেশ্বর তেলি ডিব্ৰুগড়ে ৭০ হাজার ভোটে এগিয়ে। যোরহাটে তপন গগৈ ৬০ হাজার ভোটে এগিয়ে। কলিয়াবরে গৌরব গগৈ পিছিয়ে। বরপেটায় অগপ এগিয়ে আছে। অনদিকে, অসমের প্ৰাশ্ববৰ্তী রাজ্য শিলঙে সকাল ১১ টা অবধি কংগ্রেস প্রার্থী ভিনসেন্ট পালা এগিয়ে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউ ডি পি-র জেমিমো মাউথো থেকে । ব্যবধান বর্তমানে ৫৪,১৪৬ ভোটের । অন্যদিকে তুরায এন পি পি-প্রার্থী মুখ্যমন্ত্রী কনরাড সাংমার বোন আগাথা সাংমা কংগ্রেসের হেভিওয়েট প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ মুকুল সাংমার থেকে ২২, ৪৬৬ টি ভোটে এগিয়ে রয়েছেন।প্ৰত্যেক মিনিটে বদলে যাচ্ছে ভোটের চালচিত্ৰ।
কোন মন্তব্য নেই