গুয়াহাটিতে ওপেন বক্সিং টুৰ্নামেন্টে অংশ নিচ্ছেন সুপার বক্সার মেরি কম
নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ অসমের গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে শুরু হচ্ছে ইন্ডিয়া ওপেন বক্সিং টুর্নামেন্ট। ২০ থোকে ২৪ মে অবধি চলবে এই টুৰ্নামেন্ট। এই প্রতিযোগিতায় ভারতের সুপার বক্সার মেরি কম ৫১ কেজি বিভাগে অংশ নেবেন। আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামার আগে ইন্ডিয়া ওপেন ভালোই সাহায্য করবে বলে মনে করছেন তিনি। প্ৰসঙ্গত, এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৪ বার জয়ী বক্সার শিব থাপা ৬০ কেজি ক্যাটাগরিতে এবং ২০১৭ সালে বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী অংকুশিতা বোড়ো ৬৪ কেজি ক্যাটাগরিতে অংশ নেবেন। অসম বক্সিং অ্যাসোসিয়েশন-এর জিএস হেমন্ত কলিতা জানান- আন্তৰ্জাতিক পৰ্যায়ের বহু বক্সাররা বিভিন্ন ক্যাটাগরির প্ৰতিযোগিতায় অংশ নেবেন। ইন্ডিয়া ওপেন বক্সিং টুর্নামেন্টে অংশগ্ৰহণকারীদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ৩৭ জন মহিলা রয়েছেন। এই প্ৰতিযোগিতার পুরস্কার মূল্য ৭০ হাজার মার্কিন ডলার।
কোন মন্তব্য নেই