উচ্চমাধ্যমিকে আশানুরূপ ফল করতে না পেরে আত্নহতার পথ বেছে নিল কলেজের ছাত্র
অনিন্দ্য ভট্টাচার্য্য, বদরপুরঃ উচ্চ মাধ্যমিকে আশানুরূপ ফলাফল করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল নবীন চন্দ্র কলেজের এক ছাত্র । বদরপুর রেলওয়ে ইন্সটিটিউট কলোনির যুবক রাজীব ঘোষ বদরপুর নবীন চন্দ্র কলেজের বাণিজ্য বিভাগের এইচ এস দ্বিতীয় বর্ষের ছাত্র। রাজীবের স্বপ্ন ছিল স্নাতক পর্যায়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করার। কিন্তু তৃতীয় বিভাগে পাশ করায় সে আশায় ছাই পড়ে। শনিবার পরীক্ষার ফলাফল ঘোষণা হয় । নিজে তৃতীয় বিভাগে পাশ করেছে দেখে হয়তো মানসিক ভাবে ভেঙে পড়ে রাজীব । কিন্তু কষ্টটা কাউকে বুঝতে দেয়নি । কলেজ থেকে বন্ধুদের সাথে হাসিখুশি মনে বেরিয়ে বাড়ি যায়। ইন্সটিটিউট কলোনির বাড়িতে গিয়ে ও খোশ মেজাজে ছিল । শুধু বলেছিল বি বি এ কোর্স করার ইচ্ছা ছিল, কিন্তু এই মার্কসে সেটা সম্ভব হবে না ।রাতে ঘরে টিভিও দেখে ।রবিবার সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে দেখেন রান্না ঘরে ঝুলে আছে রাজীবের নিথর দেহ । সে কোমরের বেল্ট দিয়ে রান্না ঘরে রডের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে । পরিবারের লোকজন সকালে উঠে রাজিবের ঝুলন্ত নিথর দেহ দেখেন। খবর পেয়ে জড়ো হন আশপাশের লোকজন ।খবর জানানো হয় বদরপুর থানায় ।ছুটে আসে পুলিশ ।প্রাথমিক তদন্তের পর পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতাল মর্গে পাঠায় ।এই ঘটনায ইন্সটিটিউট কলোনিতে গভীর শোকের ছায়া নেমে আসে ।
এদিকে রাজীব ঘোষের এই আত্মহত্যার খবরে এন সি কলেজে গভীর শোকের ছায়া নেমে আসে ।তার পরিবার বর্গের সাথে যোগাযোগ করে করে সমবেদনা জানান কলেজের অধ্যক্ষ ডক্টর মর্তোজা হোসেন ।কলেজে এক শোক সভাও অনুষ্টিত হয় ।অধ্যাপক জয়নাল আবেদিন তাপাদার জানান রাজীব খুব ভালো ছাত্র ছিল ।সে এই ভাবে আত্মহত্যার পথ বেছে নেবে তা ভাবাই যায় না ।রাজীবের অন্ত্যেষ্টি এদিনই সম্পন্ন হয়। ঘটনার পেছনে অন্য রহস্য আছে কি না খতিয়ে দেখছে পুলিশ ।
এদিকে রাজীব ঘোষের এই আত্মহত্যার খবরে এন সি কলেজে গভীর শোকের ছায়া নেমে আসে ।তার পরিবার বর্গের সাথে যোগাযোগ করে করে সমবেদনা জানান কলেজের অধ্যক্ষ ডক্টর মর্তোজা হোসেন ।কলেজে এক শোক সভাও অনুষ্টিত হয় ।অধ্যাপক জয়নাল আবেদিন তাপাদার জানান রাজীব খুব ভালো ছাত্র ছিল ।সে এই ভাবে আত্মহত্যার পথ বেছে নেবে তা ভাবাই যায় না ।রাজীবের অন্ত্যেষ্টি এদিনই সম্পন্ন হয়। ঘটনার পেছনে অন্য রহস্য আছে কি না খতিয়ে দেখছে পুলিশ ।
কোন মন্তব্য নেই