প্রবল ঝড় বৃষ্টিতে বিধ্বস্ত ত্রিপুরার স্বাভাবিক জনজীবন
নয়া ঠাহর প্রতিবেদন, আগরতলাঃ শুক্রবার প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত হয় ত্রিপুরা। বৃষ্টিতে গৃহহীন হয়েছে বহু মানুষ। ৭০০র ও বেশি গ্রামবাসীকে ত্রাণ শিবিরে স্থানান্তর করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে। এদিনের ঝড় বৃষ্টিতের রাজ্যের একটা বড় র বিস্তর ক্ষতি হয়েছে। ত্রিপুরায় বিপর্যয় মোকবিলা দপ্তর থেকে জানানো হয়েছে উত্তর ত্রিপুরা, উনাকোটি এবং ধলাইয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। বিপর্যয় মোকবিলা দফতর থেকে বর্তমানে ৪০ টি নৌকা উদ্ধার অভিযানে নামানো হয়েছে।
কোন মন্তব্য নেই