স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রতিবেদন:২০৩০ সালে ভারতীয়ের থেকে বেশি ধনী হবে বাংলাদেশীরা
নয়া ঠাহর প্রতিবেদন, ঢাকাঃ খুব সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এক তথ্য প্রকাশ করেছে যে আগামী ২০১৩ সালের মধ্যে বাংলাদেশের নাগরিকরা ভারতীয়দের থেকে বেশি ধনী হবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর সর্বশেষ সমীক্ষার কথা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে কথা বলা হয়েছে ।এই প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশে স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে করা বিনিয়োগ ভালো ফল দেখিয়েছে।প্রাতিবেশী সি দেশটি স্বাস্থ্য ও শিক্ষা প্রতিটি ক্ষেত্রে বিনিয়োগ করার জন্য সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা গুলি দেশের নাগরিকরা ভালো করে গ্রহণ করার জন্য এটা সম্ভব হয়েছে। এই গবেষণার নেতৃত্বে থাকা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের থিমেটিক রিসার্চের ভারতের অধ্যক্ষ্য মধুর ঝা ও মুদ্রা ও ব্যাংক এর গোলকীয়।অধ্যক্ষ ডেভিড মানে বলেন যে ২০১০ থেকে ২০২০ পর্যন্ত এই দশক এশিয়ার দশক রূপে চিহ্নিত করা হবে। সেই অনুসারে দক্ষিণ এশিয়ার দেশসমূহ অর্থাৎ ভারত, বাংলাদেশ, ভিয়েতনাম মায়ানমার ও ফিলিপাইন্সে বৃদ্ধির পরিমাণ ৭ শতাংশ বৃদ্ধি হবার সম্ভাবনা রয়েছে।ইথিওপিয়া আর আইভরি কোস্টের বৃদ্ধি ২০২০এর ভিতরে ৭শতাংশ হওয়াটা নিশ্চিত বলে গবেষণাতে উল্লেখ করা হয়েছে। ভারতকে নিয়ে অন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর এই ধরনের বৃদ্ধির করার কথা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওদিকে চিনে বৃদ্ধির হার কমেছে। ২০২০ সনে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীনের বিকাশ৫.৫শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে । এক্ষেত্রে যে দেশসমূহ কেবল আর্থিক বৃদ্ধির গুরুত্ব আরোপ করলেই হবে না। আয়ের ক্ষেত্রে অসমতা, অপরাধ , প্রদর্শন ইত্যাদিও সমস্যার সমাধান নয় বলে মত প্রকাশ করেছেন স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের প্রতিবেদনটি।
কোন মন্তব্য নেই