Header Ads

উমরাংশু সরকারি হাসপাতালে গাফিলতি, রোগী মৃত্যুর ঘটনায় গ্ৰেফতার ৬

বিপ্লব দেব, হাফলংঃ উমরাংশু সরকারী হাসপাতালে গত শনিবার বছর ত্রিশের যুবক রাজু পালের মৃত্যুকে কেন্দ্র করে উমরাংশু সরকারী হাসপাতালে এক অপ্ৰীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। চিকিৎসক এন কে বাইলুংয়ের ওপর আক্রমনের ঘটনা ও সরকারী সম্পত্তি লন্ডভন্ড করে দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার সকালে উমরাংশু বাজার থেকে ছয়জনকে গ্রেফতার করে উমরাংশু পুলিশ। ধৃতদের নাম ক্ৰমে দেবাশীশ পাল, বিপ্লব শীল, মিঠু শীল, সুমিত দাস, শুভো পাল ও মিন্টু বনিক। পুলিশ সূত্রের খবর, শনিবার উমরাংশু সরকারী হাসপাতালে রাজু পালের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রনক্ষেত্রের সৃষ্টি হয়েছিল এদিন রাজুর মৃত্যুর পরই উত্তেজিত জনতা চিকিৎসক এন কে বাইলুংয়ের উপর চড়াও হয়ে বেধরক মারধর করার পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্ট করে। এই অভিযোগে এই ছয় যুবককে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আরো কিছু ব্যক্তি জড়িত রয়েছে যারা এখন পলাতক বলে জানায় পুলিশ। এদিকে ধৃত এই ছয় যুবককে সোমবার হাফলং সিজেএম কোর্টে তোলা হয়। কোর্ট এদের জেল হাজতে পাঠায়। উল্লেখযোগ্য, গত শনিবার উমরাংশুর ব্যবসায়ী রাজু পাল নামের যুবক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উমরাংশু সরকারী হাসপাতালে নিয়ে আসা হয়। সে সময় উমরাংশু সরকারী হাসপাতালের ইনচার্জ চিকিৎসক এন কে বাইলুং হাসপাতালে উপস্থিত ছিলেন না। তিনি প্রাইভেট চেম্বারে সে সময় রোগী দেখতে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ। সে সময় চিকিৎসক বাইলুংকে বার কয়েক ফোন করার পরও তিনি এতে গুরুত্ব দেননি বলে অভিযোগ মৃত রাজুর পরিবারের। এরই মধ্যে রাজুর শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। শুরু হয়  শ্বাস কষ্ট তখন অক্সিজেনের প্রয়োজন ছিল। কিন্তু হাসপাতালের যে রুমে অক্সিজেন সিলিন্ডার রাখা ছিল এই রুমের চাবি ছিল এন কে বাইলুংয়ের কাছে। কিন্তু খবর পেয়ে চিকিৎসক বাইলুং প্রায় দেড়ঘন্টা পর হাসপাতালে আসেন ততক্ষণে অক্সিজেনের অভাবে রাজুর মৃত্যু ঘটে। সে সময় চিকিৎসক এন কে বাইলুংকে সামনে পেয়ে উত্তেজিত জনতা তার উপর চড়াও হয়ে বেধরক প্রহার শুরু করে, চলে হাসপাতালে ভাঙ্গচুর। খবর পেয়ে পুলিশ এসে চিকিৎসক বাইলুংকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ উঠেছে ডঃ বাইলুংয়ের গাফিলাতির দরুনই মৃত্যু হয় রাজু পালের। তবে এতসব অভিযোগের পর ও স্বাস্থ্য বিভাগ ডঃ এন কে বাইলুংয়ের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনও ব্যবস্থা গ্রহণ করেনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.