এক্সিট পোলকে হাস্যকর বলে মন্তব্য করলেন কংগ্ৰেস রাজ্য সভাপতি রিপুন বরা
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ অসমের বিরোধী রাজনৈতিক দলগুলো বুথ ফেরৎ সমীক্ষাকে হাস্যকর, ভিত্তিহীন বলে অভিহিত করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত মন্তব্য করেছেন, এক্সিট পোল যদি নির্বাচনের চূড়ান্ত ফলাফল হয়, তবে ভোট গণনার কি প্রয়োজন? এক্সিট পোলকে তিনি বিশ্বাস করেন না। কংগ্রেস সভাপতি রিপুন বরা এক্সিট পোলকে হাস্যকর বলে মন্তব্য করে বলেন, অসমে কংগ্রেস কম পক্ষে 8 টি আসন পাবে। এক্সিট পোলকে মিথ্যার অঙ্ক বলতেও কার্পণ্য করেন নি। এক্সিট পোলের পূৰ্বাভাস বলছে প্রায় ৩০০ টি আসন নিয়ে এনডিএ ক্ষমতায় ফিরবে। ‘আকৌ আবার মোদি সরকার’। বিজেপি কাৰ্যালয়েও খুশির বন্যা, অপর দিকে অগপ মহলে হতাশা, এক্সিট পোলএ অগপকে একটি আসন দেয় নি। তাদের একটি আসন পাওয়ার ছিল না। অগপ যে একটিও আসন পাবে না তার পূর্বাভাস দিয়েছেন। কোকড়াঝাড় কেন্দ্রে বিজেপি শরিক দল এর প্রার্থী সামাজ কল্যাণ মন্ত্রী প্রমীলা রানী ব্রহ্ম এক্সিট পোল এর পূর্বাভাস ঠিক নয়, বলে মন্তব্য করেন। তার জেতা সম্পর্কে বলেন, শরিক দল অগপ তার বিরুদ্ধে কাজ করেছে। আবসুও সহযোগিতা করে নি। কংগ্রেসে বরপেটা প্রার্থী আব্দুল খালেক এক্সিট পোলকে পুরোপরি মিথ্যা বলে মন্তব্য করে বলেন, ইউপিএ সরকার হবে।
কোন মন্তব্য নেই