শিলচর আসন থেকে বিজেপির প্রার্থী জয়ী হবেন বলে আত্মবিশ্বাসী ছিলেন ডক্টর রাজদ্বীপ রায়
নয়া ঠাহর প্রতিবেদন, শিলচরঃ অসমের শিলচর আসনে কংগ্রেসের প্রার্থী সুস্মিতা দেবকে হারিয়ে বিজেপির প্রার্থী রাজদ্বীপ রায় জয়ী হয়েছেন। প্রায় ৬৫ হাজার ভোটে সুস্মিতা দেবকে হারিয়েছেন বলে খবর। বিজেপি প্ৰাৰ্থী রাজদীপ রায় পেয়েছেন ৪ লক্ষ ৯৫ হাজার ৬৩৭ টি ভোট, কংগ্ৰেসের সুস্মিতা দেব পেয়েছেন ৪১ হাজার ৫৩০ টি ভোট। উল্লেখ্য যে রাজদ্বীপ রয় একজন সুচিকিৎসক হওয়ার সাথে সাথে তিনি একজন কুশল রাজনীতিবিদ। ছোটবেলা থেকেই রাজনৈতিক পরিবেশে বড় হয়ে ওঠা রাজদীপের পিতামহ শশী ভূষণ রায় একজন আইনজীবী ছিলেন, সেইসঙ্গে তিনি বাংলাদেশের একজন স্বাধীনতা সংগ্রামীও ছিলেন। পিতামহি মৃণালিনী দেবী স্বাধীনতা সংগ্রামী ও দেশ বিভাজনের আগে কংগ্রেসের একজন সক্রিয় কর্মী ছিলেন। বাবা বিমলাংশু রায় একজন আইনজীবীও অসমের একজন প্রাক্তন বিধায়ক ও বিজেপি নেতা ছিলেন । মা বাণী রায় বিমলেন্দু রায় ফাউন্ডেশনের চেয়ারপারসন ও বিজেপির সক্রিয় কর্মী ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কাজ কর্মের সাথে জড়িত রয়েছেন। স্ত্রী দোয়েল বিশ্বাস একজন চোখের সার্জেন ছাড়াও তিনি বিজেপির একজন সক্রিয় সদস্য । তাঁদের রয়েছে দুই সন্তান।
উল্লেখ্য যে রাজদ্বীপ রায় গৌহাটি বিশ্ববিদ্যালয় ও ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে লন্ডনে যান পড়াশোনা করার জন্য। ছোটবেলায় রাজদ্বীপ খেলাধুলা , নাটক, ডিবেট কুইজ, এনসিসি ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। রাজদ্বীপ রায়কে ডিকে তানেজা গোল্ড মেডেল পুরস্কারে সম্মানিত করা হয়। তিনি ডিব্রুগড় ও আসাম মেডিকেল কলেজ, নতুন দিল্লির যশোদা হাসপাতাল পশ্চিমবঙ্গের আমরি হাসপাতালে কাজ করার সাথে সাথে তিনি বর্তমানে শিলচর ভ্যালি হসপিটাল অর্থোপেডিক কনসালটেন্ট হিসাবে কাজ করছেন। তিনি সক্রিয়ভাবে আসাম লোকসভা ইলেকশনের বিজেপির প্রার্থীর হয়ে প্রচার চালিয়েছিলেন। বিভিন্ন সামাজিক কর্মের সাথে তিনি জড়িত রয়েছেন ও খেলার প্রতিও তার রয়েছে বিশেষ আকর্ষণ। অবসর সময়ে তিনি গান শুনতে ভালোবাসেন। দুই মেয়ের সাথে সময় কাটাতে ভালবাসেন তিনি।
কোন মন্তব্য নেই