Header Ads

অম্বুবাচি মেলাঃ জেলা প্রশাসনের প্রস্তুতি শুরু


দেবযানী পটিকর, গুয়াহাটিঃ নীলাচল পাহাড়ে শক্তিপীঠ কামাখ্যা ধামে বিখ্যাত অম্বুবাচী মেলা উপলক্ষে কামরূপ মহানগর জেলা কমিশনার বিশ্বজিৎ পেগু শনিবারে সংশ্লিষ্ট অধিকারীদেরকে সঙ্গে  নিয়ে কামাখ্যা মন্দির, সাথে তীর্থযাত্রীদের জন্য শিবির স্থাপন করা স্থানগুলি পরিদর্শন করেন। তিনি মহানগরের শান্তিপুর থেকে  মা কামাখ্যা মন্দির পর্যন্ত রাস্তা পায়ে হেটে পরিদর্শন  করেন। সাথে বিভিন্ন সমস্যা  ও সমাধান নিয়ে অধিকারিকদের পরামর্শ দেন। কামাখ্যা মন্দির  পরিদর্শন করে মন্দির প্রাঙ্গণে  অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা লাগানো , মেটাল ডিটেক্টর লাগানো জায়গাগুলও পরিদর্শন করেন। এরপর তিনি পাণ্ডু কলেজগেটে  ফিরে আসেন। কলেজ গেটের মাঠে এবার ভক্তদের জন্য একটি অতিরিক্ত শিবিরের ব্যবস্থা করা হবে ।যেখানে থাকার সাথে প্রতিদিন সংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ।
উল্লেখ্য যে শুক্রবার উপাযুক্তর আবর্ত ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভাতে পুলিশ,পর্যটন, গুয়াহাটি পুরনিগম , পিডব্লুডি, এপিডিসিএল ,স্বাস্থ্য ,জনস্বাস্থ্য,ও কারিগরী ,পরিবহন ইত্যাদি  বিভিন্ন বিভাগের শীর্ষ অধিকারিকদের সাথে একটি বৈঠক করেন। এই সভাতে শক্তিপীঠ কামাখ্যা ধামে আসন্ন অম্বুবাচী মেলার সাথে জড়িত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন তিনি।  সভাতে জেলা শাসক বিশ্বজিৎ পেগু সংশ্লিষ্ট প্রত্যেকটি বিভাগকে অম্বুবাচী মেলা সুন্দর এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার ক্ষেত্রে গ্রহণ করা ভূমিকা সমুহ ব্যাখ্যা করেন। আগামী ২২, জুন থেকে ২৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে অম্বুবাচী মেলা।এই  উপলক্ষে ভারতের তথা বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থী সকলের জন্য প্রশাসনের স্থাপন করা শিবিরের সাথে যাত্রী পরিবহন ব্যবস্থাও বিস্তৃতভাবে আলোচনা করেন তিনি। গুয়াহাটি পুরনিগম গুয়াহাটি মহানগর উন্নয়ন কর্তৃপক্ষ জনসাস্থ, কারিগরি বিভাগের সাথে  অম্বুবাচীর সময়ে নেওয়া বিভিন্ন ব্যবস্থার বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয় । তীর্থযাত্রী তথা দর্শনার্থীর শিবিরগুলি সাথে গুয়াহাটি শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় ।এছাড়া খাবারজল ,বিদ্যুত যোগান ,এই সময় যাতে ব্যাহত না হয় সেই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে এই সভাতে নির্দেশ দেওয়া হয়।। অম্বুবাচী মেলা পরিপ্রেক্ষিতে মহানগর পুলিশ প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থার সাথে ট্রাফিক ম্যানেজমেন্ট এর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এই সভাতে উপস্থিত পুলিশ শীর্ষ অধিকারীরা অবগত করেন। অম্বুবাচী মেলা উপলক্ষে এবার  পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি ক্যামেরা এবং পুলিশ নিরাপত্তার সাথে আরো অধিক সংখ্যক স্বেচ্ছাসেবী রাখার ব্যবস্থা করা  হবে ।এছাড়াও পর্যাপ্ত পরিমাণে এনডিআরএফ ও এসডিআর এফকে নিয়োজিত করা হবে  সভাতে তীর্থযাত্রীর সুবিধার্থে শিবির গুলির সাথে অন্যান্য স্থানেও অস্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপনের ব্যবস্থার বিষয়ে আলোচনা করা হয় ।এই বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগের যুক্ত সঞ্চালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.