Header Ads

হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় ডিমা হাসাও জেলায় পাশের হার ৫৭-৭০ শতাংশ


   বিপ্লব দেব, হাফলংঃ হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় রাজ্যে যেখানে পাশের হার ৬০-২৯ শতাংশ। ডিমা হাসাও জেলায় এবার পাশের হার ৫৭-৭০ শতাংশ। দক্ষিণ অসমের কাছাড় করিমগঞ্জ ও হাইলাকান্দিকে টেক্কা দিয়ে ডিমা হাসাও জেলার ছাত্রছাত্রীরা ভাল ফলাফল করেছে। পাহাড়ি জেলায় মেধা তালিকায় কোন ছাত্রছাত্রী স্থান করে নিতে না পারলেও জেলার স্কুল গুলি ভালো ফলাফল করতে সক্ষম হয়েছে। হাফলং সেইন্ট এগনেস কনভেন্ট হায়ার সেকেন্ডারী স্কুলের ছাত্রী মিদিস্মিতা হালৈ গণিত ও সমাজ বিজ্ঞানে সর্বোচ্চ ১০০ নম্বর পেয়ে ডিমা হাসাও জেলার মধ্যে প্রথম স্থান দখল করতে সক্ষম হয়। মিদিস্মিতার প্রাপ্ত নম্বর ৫৬৪ (৯৪) শতাংশ।  দ্বিতীয় স্থান পায় হাফলং ডনবস্কো হায়ার সেকেন্ডারী স্কুলের ছাত্র ভিনসেন্ট ভি চরুই। ভিনসেন্ট পেয়েছেন ৫৫১ নম্বর (৯২) শতাংশ। হাফলং সেইন্ট এগনেস কনভেন্ট স্কুলের ছাত্রী নিলাঞ্জনা দত্ত গনিত ও ঐচ্ছিক গনিতে সর্বোচ্চ ১০০ নম্বর পেয়ে জেলার মধ্যে তৃতীয় স্থান দখল করতে সক্ষম হন। নিলাঞ্জনার প্রাপ্ত নম্বর ৫৪৬ (৯১) শতাংশ। তাছাড়া ডনবস্কো হায়ায় সেকেন্ডারী স্কুলের ছাত্র হার্ষিদ নাইডিং গনিতে সর্বোচ্চ ১০০ পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। এবারও হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় অনান্যবারের মত সরকারি স্কুল গুলির তুলনায় বেসরকারি স্কুল গুলি ভাল ফলাফল করতে সক্ষম হয়। হাফলং ডনবস্কো হায়ার সেকেন্ডারী স্কুলে এবার পাশের হার ৯৯ শতাংশ। হাফলং সেইন্ট এগনেস কনভেন্ট হায়ার সেকেন্ডারী স্কুলে পাশের হার ৯৭ শতাংশ। ডিমা হাসাও জেলার মোট ৮ টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে উমরাংশু গরমপানি হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে পাশের হার ৫৬-৭১ শতাংশ। হাফলং সরকারি উচ্চতর বালক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পাশের হার ৬২-৮৯ শতাংশ। হাফলং সরকারি উচ্চতর বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পাশের হার ৭৪-৮৪ শতাংশ। মাইবাং হায়ার সেকেন্ডারী স্কুল পরীক্ষা কেন্দ্রে পাশের হার ৪৪-৩২ শতাংশ। মাহুর হায়ার সেকেন্ডারী স্কুল পরীক্ষা কেন্দ্রে পাশের হার সবচেয়ে কম ৩৮-২২ শতাংশ। দিয়ুংব্রা জে বি হাগজার মেমোরিয়াল হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে পাশের হার ৬৭-৭০ শতাংশ। হারাঙ্গাজাও পাবলিক স্কুল পরীক্ষা কেন্দ্রে পাশের হার ৭৫-৯০ শতাংশ। লাংটিং হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে পাশের হার ৪৪-১৭ শতাংশ। উল্লেখ্য এবার ডিমা হাসাও জেলায় মোট ২৬৯১ পরীক্ষার্থী হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল। এরমধ্যে ১৫৫৫ জন পরীক্ষার্থী সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে প্রথম বিভাগে ৩৯৪ দ্বিতীয় বিভাগে ৬৭৪ এবং তৃতীয় বিভাগে ৪৮৭ জন উতীর্ণ হয়েছেন। পাশের হার ৫৭-৭০ শতাংশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.